For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কনওয়ের দ্বিশতরানের পর সাউদি ও জেমিসনের বিধ্বংসী ফর্মে স্বস্তিতে নিউজিল্যান্ড

Google Oneindia Bengali News

ইংল্যান্ড সফরের শুরুতেই আত্মবিশ্বাস বাড়িয়ে নিল নিউজিল্যান্ড। তৃতীয় দিন বৃষ্টিতে একটি বলও না হওয়ায় লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে। তবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের আগে নামার আগে দলের ফর্ম স্বস্তিতে রাখছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

কনওয়ের দ্বিশতরানের পর সাউদি ও জেমিসনের বিধ্বংসী ফর্ম

ডেভন কনওয়ে অভিষেকেই দুরন্ত দ্বিশতরান করে নিউজিল্যান্ডকে পৌঁছে দিয়েছিলেন ৩৭৮ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ১১১। তৃতীয় দিন কোনও খেলা হয়নি। আজ চতুর্থ দিনের প্রথম বলেই জো রুটকে আউট করেন কাইল জেমিসন। এরপরই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে ধস নামান টিম সাউদি। যার জেরে ১৪০ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড। অবশেষে ২৭৫ রানে শেষ হয় জো রুটের দল। নিউজিল্যান্ড ১০৩ রানের লিড পায়। ইংল্যান্ডের ওপেনার ররি বার্নস ২৯৭ বলে ১৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ১৩২ রান করেন। বার্নসকে ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংসে যবনিকা টানেন সেই সাউদি। রুট ও অলি রবিনসন দুজনেই ৪২ রান করেন। এ ছাড়া অলি পোপের ২২ ও স্টুয়ার্ট ব্রডের ১০ ছাড়া বাকিরা কেউই দুই অঙ্কের রান পাননি। শতরানের মাধ্যমে একা কুম্ভ রক্ষা করে কিছুটা মুখরক্ষা করেন বার্নস।

কনওয়ের দ্বিশতরানের পর সাউদি ও জেমিসনের বিধ্বংসী ফর্ম

কিউয়ি পেসাররা ভারতীয়দের কড়া চ্যালেঞ্জই যে ছুড়ে দেবেন তা পরিষ্কার লর্ডসেই। ৪৩ রানের বিনিময়ে ৬ উইকেট নেন সাউদি। জেমিসন নেন ৩ উইকেট। নিল ওয়াগনার একটি উইকেট পেয়েছেন।

English summary
New Zealand Secure A Lead Of 103 Runs Against England Despite Of Rory Burns's Brilliant 132. Tim Southee Grabs Six Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X