For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২১ শুরুর আগে দিল্লি ও মুম্বইয়ের জন্য বড়সড় দুঃসংবাদ, কারণ জেনে নিন

আইপিএল ২০২১ শুরুর আগে দিল্লি ও মুম্বইয়ের জন্য বড়সড় দুঃসংবাদ, কারণ জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২১ শুরুর মুখে বড়সড় দুঃসংবাদের সম্মুখীন হল মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস। নিজেদের প্রথম দুই ম্যাচে টুর্নামেন্টের গত মরসুমের সেরা দুই ক্রিকেটারকে পাচ্ছে না দুই দল। নিজেদের প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাবে না মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসও। কারণটা জেনে নিন।

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান

দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছে পাকিস্তান। দুই দলের মধ্যে তিনটি ওয়ান ডে ও ৪টি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ২ এপ্রিল থেকে শুরু হবে মোকাবিলা। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা আইপিএল খেলার জন্য ভারতে আসবেন বলে জানানো হয়েছে।

কোয়ারেন্টাইন নিয়ম

কোয়ারেন্টাইন নিয়ম

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে আগত ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি চাটার্ড বিমানের ব্যবস্থা করতে পারলে, তাঁরা ভারতে পৌঁছে নিজ নিজ দলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবেন। কিন্তু তা না হলে ভারতে পৌঁছে প্রোটিয়া ক্রিকেটারদের সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব কাটাতে হবে। সেক্ষেত্রে ওই ক্রিকেটাররা ২০২১ সালের আইপিএলে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে দুটি করে ম্যাচ খেলতে পারবেন না বলে জানানো হয়েছে।

কোন কোন ক্রিকেটারকে নিয়ে ভাবনা

কোন কোন ক্রিকেটারকে নিয়ে ভাবনা

২০২০ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৭টি ম্যাচ খেলে ৩০ উইকেট নেওয়া কাগিসো রাবাডা আগামী টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না বলে মনে করা হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম দুটি ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন কুইন্টন ডি ককও। যিনি গত আইপিএলে ১৬ ম্যাচ খেলে ৫০৩ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক। চেন্নাই সুপার কিংসের জার্সিতে অন্তত এক ম্যাচ অনুপস্থিত থাকতে পারেন প্রোটিয়া ফাস্ট বোলার লুঙ্গি এনগিদিও।

আইপিএলের অপেক্ষা শুরু

আইপিএলের অপেক্ষা শুরু

করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ২০২১ সালের আইপিএল। ৩০ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ফাইনাল এবং প্লে-অফ সহ ৫২ দিনে মোট ৬০টি ম্যাচ খেলা হবে। দেশের ছয় শহরে (কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ) হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ।

English summary
South African cricketers to miss their first IPL 2021 matches for respective franchises
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X