For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ODI: টস জিতে ব্যাটিং প্রোটিয়াদের, শাহবাজের অভিষেক

Google Oneindia Bengali News

রাঁচিতে আজ ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে। লখনউয়ে জেতার ফলে এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবে প্রোটিয়ারা। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত মহেন্দ্র সিং ধোনির শহরে সিরিজে সমতা ফেরাতে মরিয়া। টস জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা। একদিনের আন্তর্জাতিকে অভিষেক হচ্ছে শাহবাজ আহমেদের। খারাপ ফর্মে থাকা তেম্বা বাভুমা খেলছেন না, প্রোটিয়াদের নেতৃত্বে কেশব মহারাজ।

 টস জিতে ব্যাটিং প্রোটিয়াদের, শাহবাজের অভিষেক

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে কেশব মহারাজ বলেন, উইকেট দেখে ভালো মনে হচ্ছে। সে কারণেই এই সিদ্ধান্ত। শারীরিকভাবে সুস্থ বোধ না করায় তেম্বা বাভুমা ও তাবরেজ শামসি খেলছেন না বলে দাবি মহারাজের। যদিও চলতি ভারত সফরে দুই অঙ্কের রান পাননি বাভুমা। শামসিও চেনা ছন্দে নেই। লুঙ্গি এনগিডিকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, দীপক চাহারের পরিবর্ত হিসেবে ডাক পাওয়া ওয়াশিংটন সুন্দর আজ রয়েছেন ভারতের একাদশে। অভিষেক হচ্ছে শাহবাজ আহমেদের। ভারতীয় দলে এই দুটিই পরিবর্তন হয়েছে। উইকেট ব্যাটিং সহায়ক হলেও বিকেলের দিকে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বল রিভার্স স্যুইং করতে পারে। ডিউ ফ্যাক্টরও মোকাবিলা করতে হতে পারে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বোলারদের এই চ্যালেঞ্জ সামলাতে হবে।

ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টের পাশাপাশি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ভরসা দিয়েছেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। জিম্বাবোয়ে সফরে তাঁকে ডেকে পাঠানো হলেও সেখানে দেশের হয়ে খেলতে পারেননি। আজ আন্তর্জাতিক অভিষেক হচ্ছে শাহবাজের। ৫০ ওভারের ক্রিকেটে ২৭ ম্যাচে তাঁর রান ৬৬২, দুটি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। একইসঙ্গে এই ফরম্যাটে তিনি ২৪টি উইকেটও পেয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে শাহবাজ ১৯ ম্যাচে ১১০৩ রান করার পাশাপাশি ৬২টি উইকেট পেয়েছেন। ১টি শতরানের পাশাপাশি ৮টি হাফ সেঞ্চুরি করেছেন। টি ২০-তে ৫৬ ম্যাচে তাঁর রান ৫১২, ৩৯টি উইকেট রয়েছে। এই ফরম্যাটে তাঁর একটি অর্ধশতরান রয়েছে।

এখনও অবধি ৮৮টি একদিনের আন্তর্জাতিকে পারস্পরিক দ্বৈরথে ভারত জিতেছে ৩৫টিতে, দক্ষিণ আফ্রিকা ৫০টিতে। রাঁচিতে এই প্রথম দুই দল মুখোমুখি হচ্ছে। ধোনির শহরে শেষ দুটি ওডিআইয়েই হেরে গিয়েছিল ভারত। আজ জিতলে সিরিজ জিইয়ে রাখতে পারবেন শিখর ধাওয়ানরা।

ভারত- শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, আবেশ খান, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা- কুইন্টন ডি কক (উইকেটকিপার), জ্যানেম্যান মালান,রিজা হেন্ডরিকস, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পারনেল, কেশব মহারাজ (অধিনায়ক), বিয়র্ন ফরটুইন, কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়া

English summary
South Africa Won The Toss And Elected To Bat Against India In The 2nd ODI, Shahbaz Got Debut Cap. South Africa Are Leading The Series After Winning The 1st ODI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X