For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারল মিতালী শিবির

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারল মিতালী শিবির

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হেরে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। সাত উইকেটে ম্যাচ জিতল প্রোটিয়া শিবির। বোলারদের ব্যর্থতায় কোনও কাজেই এল না পুনম রাউতের দুর্দান্ত শতরান। অর্ধশতরান করেও ভারতকে জেতাতে পারলেন হরমনপ্রীত কৌর।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হারল মিতালী শিবির

লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৬৬ রান তোলে প্রোটিয়া শিবির। ১২৩ বলে ১০৪ রান করেন পুনম রাউত। ৩৫ বলে ৫৪ রান করেন হরমনপ্রীত কৌর। ৭১ বলে ৪৫ রান করেন অধিনায়ক মিতালী রাজ। দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের হয়ে ২ উইকেট নেন তুমি সেখুখুনে। একটি করে উইকেট নেন শাবনিম ইসমাইল ও শানগাসে।

২৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার লিজেলে লি (৬৯) ও লাউরা উলভারডটের (৫৩) মধ্যে ১১৬ রানের পার্টনারশিপ হয়। ৪৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। ৬৬ বলে ৫৯ রান করেন লারা গুডঅল। ৫৫ বলে ৬১ রান করেন মিগনন ডু প্রেজ। ভারতের হয়ে একটি করে উইকেট নেন মানসী জোশী, রাজেশ্বরী গায়েকোয়াড় ও হরমনপ্রীত কৌর।

ওয়ান ডে ক্রিকেটে ৭ হাজার রানের মালকিন হয়েছেন মিতালী রাজ। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন ভারত অধিনায়ক। গত ২২ বছরে দেশের হয়ে এখনও পর্যন্ত ২১৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন মিতালী। ৫০.৪৯-এর গড়ে ৭০১৯ রান করেছেন ৩৮ বছরের কিংবদন্তি। তাতে সাতটি শতরান ও ৫৪টি অর্ধশতরান সামিল রয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে মিতালীর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১২৫।

মমতার পায়ে আঘাতে কড়া কমিশন, অপসারিত একাধিক আধিকারিক, কোপের তালিকায় আরও বেশ কয়েকজনমমতার পায়ে আঘাতে কড়া কমিশন, অপসারিত একাধিক আধিকারিক, কোপের তালিকায় আরও বেশ কয়েকজন

English summary
South Africa women's team beat India in ODI series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X