For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে টেক্কা, আবার সিরিজ দক্ষিণ আফ্রিকার

Google Oneindia Bengali News

একদিনের আন্তর্জাতিক সিরিজে পর্যুদস্ত হওয়ার পর টি ২০ সিরিজও হাতছাড়া করল ভারতের মহিলা ক্রিকেট দল। শেষ বলে নাটকীয় জয় ছিনিয়ে নিয়ে ওয়ান ডে-র পর টি ২০ সিরিজও জিতে নিল দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল।

রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে টেক্কা, আবার সিরিজ দক্ষিণ আফ্রিকার

আজ লখনউয়ে দ্বিতীয় টি ২০ ম্যাচেও হরমনপ্রীত কৌর ফিট না হওয়ায় ভারতীয় দলকে নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান তোলে ভারত। ছটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৩১ বলে সর্বাধিক ৪৭ রান করেন শেফালি ভার্মা। তাঁর পরেই সর্বাধিক রান শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে বাংলার রিচা ৮টি চারের সাহায্যে ২৬ বলে ৪৪ করে অপরাজিত থাকেন। মান্ধানা ৭ রানে আউট হন। হরলীন দেওল করেন ৩১।

জবাবে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৫ বলে সর্বাধিক ৭০ করেন ওপেনার লিজেল লি। ১৬ ওভারের প্রথম বলে তাঁকে ফিরিয়ে ম্যাচ ভারতের দিকে ঝুঁকিয়েছিলেন রাধা যাদব। লি-কে আউট করে পঞ্চম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে তিনি ৫০তম উইকেট পেলেন।

শেষ ওভারে দরকার ছিল ৯ রান। অরুন্ধতী রেড্ডির প্রথম চার বলে ওঠে তিন। পঞ্চম বলটি তিনি নো বল করে বসেন, ব্যাটে দুই রান ও নো বলের এক রান যোগ হয়ে এই বলটিতে তিন রান পেয়ে যান পেয়ে যান প্রোটিয়ারা। এরপর ফ্রি হিটের বলটিতেও দুই রান তুলে ম্যাচ ড্র করে ফেলেন। শেষ বলে এক রান নিয়ে লরা উলভার্টের সমস্যাই হয়নি। ৭টি চারের সাহায্যে ৩৯ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচ আর সিরিজ হারের জন্য খারাপ ফিল্ডিংকেই দায়ী করেছেন ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা। তিনি বলেন, এই রান জেতার পক্ষে যথেষ্ট হলেও সমস্যা তৈরি করে দিল খারাপ ফিল্ডিং। ফিল্ডিং আরও ভালো করার উপরই জোর দিচ্ছেন তিনি।

English summary
India Women vs South Africa Women Second T20I. SA Women Win The Last Ball Thriller And Grab The T20 Series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X