For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের লিগ পর্বের 'বিসর্জন' ম্যাচে উত্তাপহীন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াই

শনিবার চলতি বিশ্বকাপের লিগ পর্বের 'বিসর্জন'। রবিরার থেকে ক্রিকেট বিশ্বের সব চোখ থাকবে এবার বিশ্বকাপের নক আউটে। ম্যাঞ্চেস্টারে আজ লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে অজিরা

  • |
Google Oneindia Bengali News

শনিবার চলতি বিশ্বকাপের লিগ পর্বের 'বিসর্জন'। রবিরার থেকে ক্রিকেট বিশ্বের সব চোখ থাকবে এবার বিশ্বকাপের নক আউটে। ম্যাঞ্চেস্টারে আজ লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের লিগ পর্বের বিসর্জন ম্যাচে উত্তাপহীন অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা লড়াই

সুপার স্যাটারডে'র এই ম্যাচ ঘিরে ক্রিকেটমহলে উত্তেজনার পারদ সেভাবে চড়তে দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই ১৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল পাকা করেছে অজিরা। পয়েন্ট টেবিলে দুই, তিন, চারে যথাক্রমে ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে জেতা বা হারার উপর তাই কোনও দলের ছিটকে যাওয়া নির্ভর করছে না। ফলে দুই দলের কাছেই এটি নিয়মরক্ষার ম্যাচ।৮ ম্যাচ খেলে ২টি জয় ও ১ ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

যদিও শেষ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে চাইবে অজিরা। শেষ ম্যাচ জিতলে অজিদের পয়েন্ট দাঁড়াবে ১৬, অন্যদিকে তারা ম্যাচ হারলে ও ভারত লিগের শেষ দিনের অন্য ম্যাচে জিতলে(১৫ পয়েন্ট) পয়েন্ট টেবিলে দু'নম্বরে নেমে আসবে অজিরা। প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে। বিশ্বকাপ টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার অজি-প্রোটিয়া ডুয়েল এত উত্তেজনাহীন!

একনজরে বিশ্বকাপে অজি-দক্ষিণ আফ্রিকা মহারণ

পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে দুই দল ৫ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৩ বার ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও ১ বার ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১টি ম্যাচ টাই হয়েছিল।

১) ১৯৯২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ৯ উইকেটে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা

২)১৯৯৯ বিশ্বকাপে গ্রুপের ম্যাচে প্রোটিয়াদের ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়া

৩) ১৯৯৯ বিশ্বকাপ সেমিফাইনালে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই (২১৩ রান তুলেছিল অজিরা। রান তাড়া করতে নেমে ২১৩ রান তোলে প্রোটিয়ারা) শেষে ম্যাচ টাই হয়েছিল। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে গ্রুপের ম্যাচে হারানোর কারণে সেমিফাইনাল জেতে অস্ট্রেলিয়া।

৪)২০০৭ বিশ্বকাপ-গ্রুপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অজিরা ম্যাচ জিতেছিল ৮৩ রানে।

৫)২০০৭ বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে অস্ট্রেলিয়া হারিয়েছিল ৭ উইকেটে।

English summary
south africa vs australia : first time a dead rubber clash in CWC between two teams
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X