For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের জন্য জাতীয় শিবির ছাড়তে পারবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

আইপিএলের জন্য জাতীয় শিবির ছাড়তে পারবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে আইপিএল খেলতে ভারতে আসছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সে দেশের ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ফেলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি২০ লিগে অংশ নেওয়ার অনুমতি দিতে চলেছে বলে জানানো হয়েছে। ঘটনায় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটাররা অসন্তুষ্ট হলেও তাদের এই সিদ্ধান্তে খুশি বিসিসিআই।

কবে থেকে শুরু আইপিএল

কবে থেকে শুরু আইপিএল

করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল থেকে চলতি বছরের আইপিএল শুরু হচ্ছে। ৩০ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ভারতের ৬ শহরে (কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং আহমেদাবাদ) আইপিএলের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান

বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ২ এপ্রিল থেকে দুই দলের মধ্যে ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে। এরপর দুই দলের মধ্যে টি২০ সিরিজও অনুষ্ঠিত হবে। ৪ এপ্রিল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় ওয়ান ডে অনুষ্ঠিত হওয়ার কথা। সেই ম্যাচে না খেলেই আইপিএল খেলতে ভারতের বিমান ধরতে পারবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সেই অনুমতি দিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

আইপিএলে অংশ নিচ্ছেন যে যে প্রোটিয়া ক্রিকেটার

আইপিএলে অংশ নিচ্ছেন যে যে প্রোটিয়া ক্রিকেটার

কাগিসো রাবাডা (দিল্লি ক্যাপিটালস), আনরিখ নরকিয়া (দিল্লি ক্যাপিটালস), কুইন্টন ডি কক (মুম্বই ইন্ডিয়ান্স), ডেভিড মিলার (রাজস্থান রয়্যালস), লুঙ্গি এনগিদি (চেন্নাই সুপার কিংস)।

প্রাক্তনীদের হতাশা

প্রাক্তনীদের হতাশা

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত অখুশি হয়েছেন সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের বক্তব্য, যে দেশের ক্রিকেটারদের আইপিএলের থেকে জাতীয় দলের দায়িত্ব বড় হওয়া উচিত। তার উল্টো হওয়াটা সমীচিন নয় বলেই মনে করেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রাক্তনীরা।

করোনা ভাইরাসে আক্রান্ত সচিন, মৃদু লক্ষণ নিয়ে হোম কোয়ারেন্টাইনে কিংবদন্তি করোনা ভাইরাসে আক্রান্ত সচিন, মৃদু লক্ষণ নিয়ে হোম কোয়ারেন্টাইনে কিংবদন্তি

English summary
South Africa's IPL bound cricketers allowed to leave ODI series against Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X