For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পার্লে তিনশো পার করতে পারল না ভারত! দক্ষিণ আফ্রিকার সিরিজ জিততে চাই ২৮৮

Google Oneindia Bengali News

আশা জাগিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পার্লে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে তিনশোর কাছাকাছি রান তুলতে পারল না ভারত। প্রথম একদিনের আন্তর্জাতিকে প্রথমে ব্যাট করে ২৯৭ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। আজ একই পিচে ভারতের স্কোর ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৭।

পার্লে তিনশো পার করতে পারল না ভারত! দক্ষিণ আফ্রিকার সিরিজ জিততে চাই ২৮৮

তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৪০ রানে অপরাজিত থাকলেন শার্দুল ঠাকুর। একটি করে চার ও ছয় মেরে রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত থাকেন ২৪ বলে ২৫ রান করে। যদিও ঋষভ পন্থ ও লোকেশ রাহুল যেভাবে ব্যাট করছিলেন তাতে তিনশোর কাছাকাছি রান উঠবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু ভারতের চিন্তা রইল সেই মিডল অর্ডার নিয়ে। ১৯.১ ওভারে ১০০, ২৬.৫ ওভারে দেড়শো, ৩৪ ওভারে ২০০ রান তুলে ফেলেছিল ভারত। ৪৬ ওভারে ভারতের ২৫০ রান পূর্ণ হয়।

টস জিতে ব্যাট করতে নেমে ভারতের ওপেনিং জুটিতে ১১.৪ ওভারে ওঠে ৬৩। ৬৪ রানে পড়ে দ্বিতীয় উইকেট। এরপর তৃতীয় উইকেট জুটিতে লোকেশ রাহুল ও ঋষভ পন্থ যোগ করেন ১১৫ রান। কিন্তু চার রানের ব্যবধানে দুজনকে ফিরিয়ে ফের ম্যাচে ফেরে প্রোটিয়ারা। ২০৭ রানের মাথায় পড়ে পঞ্চম উইকেট, ৩৬.৫ ওভারে। ভারতের ষষ্ঠ উইকেটটি পড়ে ২৩৯ রানে। প্রথম ১০ ওভারে ভারত কোনও উইকেট না হারিয়ে ৫৭ রান তোলে। পরের ১০ ওভারে ওঠে ৫১, ২ উইকেটের বিনিময়ে। ২১ থেকে ৩০ ওভারে ভারত ৬৩ রান তোলে কোনও উইকেট না হারিয়ে। ৩১ থেকে ৪০ ওভারের মধ্যে ওঠে ৪৬ রান, কিন্তু তিনটি উইকেট হারায় রাহুলের দল। শেষ ১০ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে ৭০ রান তোলে।

৭১ বলে সর্বাধিক ৮৫ করেন ঋষভ পন্থ। লোকেশ রাহুল করেন ৭৯ বলে ৫৫। শিখর ধাওয়ান ৩৮ বলে ২৯, বিরাট কোহলি ৫ বলে শূন্য, শ্রেয়স আইয়ার ১৪ বলে ১১ রানে আউট হন। আগের ম্যাচে ঋষভ পন্থ যেভাবে আউট হয়েছিলেন, এদিন ভেঙ্কটেশ আইয়ার একইভাবে আন্ডিল ফেহলাকওয়াইওর ওয়াইড বলে স্টাম্প আউট হন।

উইকেট মন্থর হয়ে আসায় দক্ষিণ আফ্রিকার কাজ ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকার স্পিনাররা সফল। তাবরেজ শামসি ৯ ওভারে ৫৭ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন। কেশব মহারাজ ৯ ওভারে ৫২ রান দিয়ে ১টি উইকেট পান। এইডেন মার্করাম ৮ ওভারে ৩৪ রান দিয়ে ১টি উইকেট পান। লুঙ্গি এনগিডি ৮ ওভারে ৩৫ রান দিয়ে কোনও উইকেট পাননি। সিসান্ডা মাগালা মাঝের ওভারগুলিতে ভালো বল করলেও প্রথম ও শেষদিকে বেশি রান খরচ করেন, তিনি ৮ ওভারে ৬৪ রান খরচ করে একটি উইকেট দখল করেছেন। ফেহলাকওয়াইও ৮ ওভারে ৪৪ রান দিয়ে নেন ১ উইকেট।

English summary
South Africa Need 288 Runs To Clinch The ODI Series Against India In Paarl. Rishabh Pant Is The Top Scorer For India As Shamsi Bags 2 Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X