For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কটকে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দক্ষিণ আফ্রিকার, দুই দলের একাদশে কারা?

Google Oneindia Bengali News

কটকের বরাবাটি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ঋষভ পন্থের দল নামছে সমতা ফেরানোর লক্ষ্যে। তেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা চাইবে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।

 টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দক্ষিণ আফ্রিকার

ভারতীয় দলে কোনও পরিবর্তন করা হয়নি। দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন। হাতের চোটের কারণে খেলতে পারছেন না কুইন্টন ডি কক। বাদ পড়েছেন ট্রিস্টান স্টাবস। উইকেটকিপিং করবেন হেনরিক ক্লাসেন। ওপেন করতে নামবেন রিজা হেন্ডরিকস। টস জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে বাভুমা বলেন, উইকেট কেমন আচরণ করবে তা আগাম বোঝা যাচ্ছে না। আগের ম্যাচে যত খেলা গড়িয়েছে ততই উইকেট ভালো হয়েছিল। সে কারণেই আমরা রান তাড়া করতেই পছন্দ করছি। আগের ম্যাচে পরাজয় ভুলে ঝাঁপাতে তৈরি পন্থের ভারত। আজ টস জিতলে তিনি ফিল্ডিংই নিতেন বলে জানিয়েছেন। পন্থের কথায়, আগের ম্যাচে আমাদের সে অর্থে কোনও কিছুই ভুল হয়নি। শুধু পরিকল্পনার প্রয়োগ যাতে সঠিকভাবে হয় সেদিকেই জোর দিচ্ছেন ভারত অধিনায়ক।

পিচ রিপোর্ট দিতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত জানিয়েছেন, আজ যে পিচে খেলা হচ্ছে তাতে পিচের দু-দিকে বাউন্ডারি ৬৫ মিটারের। স্ট্রেটে ৭৪ মিটারের। পিচে শুষ্ক ঘাস রয়েছে। ফলে সিমাররা তেমন সুবিধা পাবেন না। উইকেটে যেমন ফাটল রয়েছে তাতে তা স্পিনারদেরও বাড়তি সুবিধা জোগাবে না। চার-পাঁচ দিন ধরে মেঘলা আকাশ থাকায় পিচে খুব রোদ পড়েনি। উইকেট শক্ত হলেও ময়শ্চার থাকতে পারে। তবে ডিউ ফ্যাক্টর কোনও প্রভাব ফেলবে না। প্রথম ২-৩ ওভার উইকেট বুঝে নিয়ে খেললে ১৬০ থেকে ১৭০ রান জেতার জন্য যথেষ্ট হবে বলে মনে করছেন দীপ। আগের ম্যাচেই অভিষেক হয়েছিল স্টাবসের। নিজেকে প্রমাণের সুযোগ পাননি। তাঁকে কেন বাদ দেওয়া হলো, সেটা অবাক করছে বিশেষজ্ঞদের। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার কিছুটা কমজোরি হলো বলেও ধারণা অনেকেরই।

ভারত- ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল।

দক্ষিণ আফ্রিকা- রিজা হেন্ডরিকস, তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), ডোয়েইন প্রিটোরিয়াস, ওয়েন পার্নেল, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, আনরিখ নরকিয়া ও তাবরেজ শামসি।

English summary
South Africa Have Won The Toss And Elected To Field Against Unchanged India In The 2nd T20I In Cuttack. Two Changes In SA Line Up, India Unchanged.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X