For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অবাধ্য' কুইন্টন ডি কককে বাদ দেওয়া নিয়ে বিতর্ক! তবু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

Google Oneindia Bengali News

টানা দ্বিতীয় পরাজয়। টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কার্যত অসম্ভব হয়ে গেল গতবারের টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে। গ্রুপ অব ডেথে বাকি তিনটি ম্যাচ জিতলেই শুধু হবে না কাইরন পোলার্ডের দলের, বাড়াতে হবে নেট রান রেটও। তবে আজ দুবাইয়ে চলতি বিশ্বকাপের প্রথম জয়ের মুখ দেখল দক্ষিণ আফ্রিকা। বিতর্কের মধ্যে ৮ উইকেটে জয় প্রোটিয়াদের বেশ তৃপ্তিই দেবে।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

আজ টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়র তেম্বা বাভুমা। ওয়েস্ট ইন্ডিজের শুরুটা খারাপ না হলেও বড় রান তুলতে ব্যর্থ হয় চ্যাম্পিয়নরা। ওপেনিং জুটিতে ৭৩ রান ওঠার পর ১০.৩ ওভারের মাথায় আউট হন এভিন লুইস। তিনটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৫৬ রান করেন তিনি। যদিও বাকি ব্যাটারদের ব্যর্থতায় ৮ উইকেটে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি ক্যারিবিয়ান-ব্রিগেড। অধিনায়ক পোলার্ড ২৬, লেন্ডল সিমন্স ১৬, নিকোলাস পুরাণ ও ক্রিস গেইল দুজনেই ১২ রানে আউট হন। ডোয়েইন প্রিটোরিয়াস ১৭ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছেন। কেশব মহারাজের ঝুলিতে দুই উইকেট। ৪ ওভারে ১৪ রান দিয়ে ১টি উইকেট পাওয়া এনরিখ নরকিয়া হয়েছেন ম্যাচের সেরা।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

জবাবে খেলতে নেমে প্রথম ওভারেই প্রোটিয়া অধিনায়ক বাভুমা ২ রান করে রান আউট হন। অপর ওপেনার রিজা হেন্ডরিক্স ৯.২ ওভারে যখন আউট হন তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ২ উইকেটে ৬১। ৩০ বলে ৩৯ রান করেন কুইন্টন ডি ককের পরিবর্ত হিসেবে দলে আসা রিজা। এই ম্যাচে উইকেটকিপিং করেন হেনরিক ক্লাসেন। হেন্ডরিক্স আউট হওয়ার পর অবিচ্ছেদ্য তৃতীয় উইকেট জুটিতে ভর করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৫১ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন রাসি ফান ডার ডুসেন। ২৫ বলে ছক্কা মেরে অর্ধশতরান পূর্ণ করার পর ২৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন এইডেন মার্করাম। তিনি ২টি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

এদিন টসের সময় জানা যায় ব্যক্তিগত কারণে এই ম্যাচ খেলছেন না ডি কক। যদিও পরে মূল বিষয় সামনে আসে। ক্রিকেট সাউথ আফ্রিকা ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে ব্ল্যাক লাইভস ম্যাটারের সমর্থনে প্রতি ম্যাচেই হাঁটু গেঁড়ে বসে বার্তা দিতে হবে দক্ষিণ আফ্রিকা দলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দেখা যায় কয়েক জন ক্রিকেটার হাঁটু গেঁড়ে বসেছিলেন, কেউ আবার দাঁড়িয়েছিলেন পিছনে হাত দুটো নিয়ে, কেউ মুষ্ঠিবদ্ধ হাত উপরের দিকে তুলে ধরেছিলেন। তবে তাঁদের মধ্যে ছিলেন না ডি কক। এরপর আজও তিনি নির্দেশ মানতে অস্বীকার করেন।

একেকজনের একেকভাবে বৈষম্যের প্রতিবাদে সামিল হওয়ার বিষয়টি দেখে ক্রিকেট সাউথ আফ্রিকা গতকালই নির্দেশ দেয় সকলকে হাঁটু গেঁড়ে বসেই প্রতিবাদী বার্তা দিতে হবে। গোটা বিশ্বে এভাবেই খেলোয়াড়রা বর্ণবৈষম্য-সহ নানা বৈষম্যের প্রতিবাদ জানিয়ে থাকেন এবং সেটিকে ক্রিকেট সাউথ আফ্রিকাও সমর্থন করে। যদিও এভাবে প্রতিবাদ জানাতে রাজি হননি ডি কক। তাই তাঁকে বাদ দেওয়া হয়। ডি ককের টি ২০ বিশ্বকাপ অভিযানও শেষ হয়ে যেতে পারে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানিয়েছে, ডি ককের বিষয়ে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ করা হবে।

যদিও মাইকেল ভন ডি কককে সমর্থন করেছেন। তাঁর কথায় বোর্ড কোনও বিষয়ে কোনও পদ্ধতি অবলম্বন করে বার্তা দিতে ক্রিকেটারদের নির্দেশ দিতেই পারে। কিন্তু সেটি মানবেন কিনা তা সম্পূর্ণভাবেই সংশ্লিষ্ট ক্রিকেটারের সিদ্ধান্ত। তাই বলে এই নির্দেশ পালন না করলে কারও খেলা বন্ধ করে দেওয়া সমর্থনযোগ্য নয়। ব্যাটিংয়ের পাশাপাশি ডি কক যে সিনিয়র ক্রিকেটার হিসেবেও দলের প্রতি অবদান রাখে সে কথা বলেছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। তবে ডি ককের ঘটনা নিয়ে তিনি ম্যাচের পরও বিশেষ কিছু বলতে চাননি। গ্রুপ ওয়ানে ২টি ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে রইল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ সবার নীচে।

English summary
South Africa Almost End The T20 WC Campaign Of Defending Champion West Indies Without Quinton de Kock. Cricket South Africa Has Noted The Personal Decision By de Kock Not To Take The Knee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X