For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Chris Morris: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ক্রিস মরিসের

সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ক্রিস মরিসের

Google Oneindia Bengali News

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকা'র এই অলরাউন্ডার মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইশ গজ'কে বিদায় জানানোর কথা ঘোষণা করেন। দক্ষিণ আফ্রিকা'র জার্সিতে মোট ৬৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছে মরিস।

Chris Morris: সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা ক্রিস মরিসের

মঙ্গলবার অবসের কথা ইনস্টাগ্রামে জানান ক্রিস মরিস। তাঁর কেরিয়ারে সঙ্গে জড়িত প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে নিজের ইনস্টাগ্রাম পোস্টে মরিস লিখেছেন, "সব ধরনের ক্রিকেট থেকে আজ আমি অবসর ঘোষণা করলাম। যাঁরা এই সফরে আমার সঙ্গে থেকেছেন, ছোট হোক কিংবা বড় ভূমিকা রেখেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।"

২০১৯ সালে আইসিসি বিশ্বকাপে শেষ বার দক্ষিণ আফ্রিকার জার্সিতে মাঠে নেমেছিলেন মরিস। এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা'র সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। সব ফরম্যাট মিটিয়ে ৬৯টি ম্যাচে ৯৪টি উইকেট রয়েছে মরিসের ঝুলিতে।

শুধু বোলার হিসেবেই নয়, লোয়ার অর্ডারে বিশেষ করে টি-২০ ফরম্যাটে মরিসের ব্যাট যথেষ্ট কার্যকারী ভূমিকা নিয়েছিল বিভিন্ন সময়ে। ২০১২ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০১৩ সালের জুন মাসে অভিষেক হয় ওডিআই ক্রিকেটে। তবে, দেশের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল মরিস'কে। ২০১৬ সালে জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা'র টেস্ট দলে সুযোগ পান তিনি।

মরিসের অলরাউন্ড পারফরম্যান্স তাঁকে বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে প্রচুর অর্থ এনে দিয়েছে। আইপিএল-এর নিলামে সব থেকে ধনী ক্রিকেটা তিনি-ই। চুক্তির অঙ্কের বিচারে বিরাট কোহলি প্রথম স্থানে থাকলেও সব থেকে বেশি মূল্যে নিলাম থেকে দল পাওয়া ক্রিকেটারদের মরিস সবার আগে। ২০২১ আইপিএল-এ মরিস'কে ১৬.২৫ কোটি টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালস।

দেশের হয়ে একদিনের ক্রিকেটে ৪২ ম্যাচে ৩৬.৫৮ গড়ে ৪৮ উইকেট রয়েছে মরিসের। তাঁর ইকোনমি ৫.৫৬। অপর দিকে, ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মরিস। চার টেস্টে মোট ১২টি উইকেট রয়েছে তাঁর। মরিস'কে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছে টি-২০ ক্রিকেট। দেশ এবং ফ্রাঞ্চাইজি মিলিয়ে মোট ২৩৪টি টি-২০ খেলেছন তিনি। ২৩৪টি ম্যাচে তাঁর প্রাপ্ত উইকেট সংখ্যা ২৯০। ব্যাট হাতে স্ট্রাইক রেট ১৫০.০৪।

English summary
South African allrounder Chrish Morris announced retirement from all format of cricket. Morris informs his decision through a social media post. He represented South Africa in total 69 Matches.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X