For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ প্রথমবার মুখ খুললেন রজার বিনিকে নিয়ে, সদ্যপ্রাক্তনের বক্তব্যের পর কী বললেন নতুন বিসিসিআই সভাপতি?

Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায় আজ মুম্বইয়ে বিসিসিআইয়ের ৯১তম বার্ষিক সাধারণ সভা শেষ হতেই মুখ খুললেন রজার বিনিকে নিয়ে। কর্নাটকের বিনি বোর্ড সভাপতি হিসেবে সৌরভের স্থলাভিষিক্ত হলেন। বিষয়টি আগেই ঠিক হয়ে গিয়েছিল। আজ ছিল আনুষ্ঠানিকতা। সৌরভ চেয়েছিলেন বোর্ড সভাপতি থাকতে। কিন্তু তার থাকার পথে অন্তরায় হয় বোর্ডে চলে আসা ধারা। যেখানে পরপর দুই টার্ম বিসিসিআই সভাপতি কেউই থাকেননি।

বিনিকে মহারাজের শুভেচ্ছা

বিনিকে মহারাজের শুভেচ্ছা

বিসিসিআইয়ের সদ্যপ্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আজ বলেন, আমি রজার বিনিকে অভিনন্দন জানাচ্ছি। নতুন পদাধিকারীরা বিসিসিআইকে এগিয়ে নিয়ে যাবেন। বোর্ড যোগ্য ব্যক্তিদের হাতেই রয়েছে। ভারতীয় ক্রিকেটও খুব শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে। আমি সকলকেই অভিনন্দন জানাচ্ছি।

নতুন সভাপতির লক্ষ্য

নতুন সভাপতির লক্ষ্য

দায়িত্বভার নেওয়ার পর বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, আমি দুটি বিষয়ে গুরুত্ব দিতে চাই। প্রথম বিষয়টি হলো, ক্রিকেটারদের চোট-আঘাতের সমস্যা কীভাবে কমানো যায়। টি ২০ বিশ্বকাপের আগে জসপ্রীত বুমরাহর চোটের ফলে গোটা পরিকল্পনায় প্রভাব পড়েছে। দ্বিতীয়ত, দেশের পিচগুলির দিকে নজর দেব। উল্লেখ্য, রজার বিনি ২৭টি টেস্ট ও ৭২টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য। প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন থেকে শুরু করে যুবরাজ সিং-সহ ক্রিকেট জগতের অনেকেই বিনিকে নতুন ইনিংস শুরুর জন্য স্বাগত জানিয়ে অভিনন্দন বার্তা দিয়েছেন। ভারতকে তিরাশির বিশ্বকাপ জেতাতে বিনি বড় ভূমিকা নেন, ১৮টি উইকেট দখল করে তিনি সর্বাধিক উইকেটশিকারী হয়েছিলেন।

কে কোন পদে?

কে কোন পদে?

রজার বিনি বোর্ড সভাপতি হলেন। সচিব পদে রইলেন জয় শাহ। যুগ্ম সচিব হলেন দেবজিৎ সাইকিয়া। কোষাধ্যক্ত হলেন আশিস শেলার। বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলে সদস্য নির্বাচিত হলেন এমকেজে মজুমদার। আইপিএল গভর্নিং কাউন্সিলে গেলেন প্রাক্তন কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল, তিনি আইপিএল চেয়ারম্যান হলেন। আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য হলেন অভিষেক ডালমিয়া।

এজিএমে কী হলো?

এজিএমে কী হলো?

এদিন বোর্ডের এজিএমে ২০২১-২২ অর্থবর্ষের হিসেবনিকেশ গৃহীত হওয়ার পাশাপাশি ২০২২-২৩ মরশুমের বাজেট সম্মতি পেল জেনারেল বডির। ২০২৩ থেকে ২০২৭ অবধি ভারতের পুরুষ ক্রিকেট দলের এবং ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত ভারতের মহিলা ক্রিকেট দলের সূচি অনুমোদিত হয়েছে। মহিলাদের আইপিএল চালুর বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে বোর্ডের জেনারেল বডি। তবে আইসিসিতে প্রতিনিধিত্ব পাঠানোর বিষয়টি নিয়ে এদিন আলোচনাই হয়নি। বোর্ডের পদাধিকারীরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য বিসিসিআই যে কাউকে পাঠাবে না তা স্পষ্ট হয়ে গিয়েছে এদিন বোর্ডের সভায় এ বিষয়ে আলোচনা না হওয়ায়।

English summary
Sourav Ganguly Wished Rpger Binny All The Best. According To Dada, The New Team Will Take BCCI Forward As The Board In Good Hands.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X