For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনসিএ প্রধান দ্রাবিড়ের সঙ্গে দেখা করবেন বিসিসিআই সভাপতি সৌরভ

এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক হবে ভারতীয় ক্রিকেটের রূপরেখা।

  • |
Google Oneindia Bengali News

ঐতিহাসিক লর্ডসে যেদিন প্রথম ভারতের হয়ে টেস্ট খেলতে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, একই দলে অভিষেক হয়েছিল তাঁরও। দীর্ঘ ঘাত-প্রতিঘাত পেরিয়ে, বিবিধ সফলতা অর্জনের পর আজ তিনি দেশের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। ক্রিকেটীয় কেরিয়ারে সেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠতা ছিল বহুল চর্চিত। এবার ক্রিকেট প্রশাসক হিসেবে তাঁদের জুটি কতটা সফল হয়, সেদিকেই তাকিয়ে দেশের ক্রিকেট মহল।

এনসিএ প্রধান দ্রাবিড়ের সঙ্গে দেখা করবেন বিসিসিআই সভাপতি সৌরভ

শোনা যাচ্ছে ইতিমধ্যেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান তথা প্রাক্তন সতীর্থ রাহুল দ্রাবিড়ের সঙ্গে মুখোমুখি বসার ইচ্ছাপ্রকাশ করেছেন মহারাজ। আগামী দিনে ভারতীয় ক্রিকেটের দিশা ঠিক করতেই এই বৈঠক বলে বিসিসিআই সূত্রে খবর। ৩০ অক্টোবর বিসিসিআই-র সব পদাধিকারীদের সামনেই সভাপতি সৌরভের সঙ্গে এনসিএ প্রধান দ্রাবিড়ের ক্রিকেট নিয়ে আলোচনা হবে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে।

২২ গজের বাইরে আলাদা ভূমিকায় এর আগেও দেখা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের। বিসিসিআই-র টেকনিক্যাল কমিটির বৈঠকে মুখোমুখি হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের দুই রথি। তখন বিসিসিআই-র টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য ছিলেন মহারাজ। দ্রাবিড় ছিলেন অনূর্ধ্ব ১৯ কিংবা ভারতীয় এ দলের কোচ। কিন্তু তাঁদের এবারের বৈঠকের রূপরেখা অন্য রকম হবে বলেই মনে করে দেশের ক্রিকেট মহল।

গত জুলাইতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান হন রাহুল দ্রাবিড়। দেশের ক্রিকেটের উন্নতিতে দায়িত্ব নিয়েই বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে সফল অধিনায়ক থেকে ক্রিকেট প্রশাসকের ভূমিকায় প্রশংসা কুড়োনো সৌরভ দেশের ক্রিকেটারদের জন্য কিছু করতে উদগ্রীব। দুই ক্রিকেটীয় মস্তিষ্কের মিশেলে ফল ইতিবাচক হবে বলেই আশা দেশের ক্রিকেট বিশেষজ্ঞদের।

English summary
Sourav Ganguly will meet Rahul Dravid to discuss about cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X