For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪ দেশের সুপার সিরিজ নিয়ে কথা বলতে ব্রিটেনে সৌরভ গঙ্গোপাধ্যায়

৪ দেশের সুপার সিরিজ নিয়ে কথা বলতে ব্রিটেনে সৌরভ গঙ্গোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

চার দেশের সুপার সিরিজ আয়োজন ও অংশগ্রহণ নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করতে ব্রিটেন গেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৈঠকে অংশ নিতে পারেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পদাধিকারিরাও। আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্ট নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

বিসিসিআই-র প্রস্তাব

বিসিসিআই-র প্রস্তাব

বিসিসিআই-র সভাপতির চেয়ারে বসেই একের পর এক নতুন সিদ্ধান্ত নিয়ে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্ট আয়োজন করার পর চার দেশের সুপার সিরিজের প্রস্তাব দিয়েছেন বিসিসিআই সভাপতি।

কী বলেছিলেন সৌরভ

কী বলেছিলেন সৌরভ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ভারতের পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও অন্য আরও একটি বড় ক্রিকেট খেলিয়ে দেশকে এই সুপার সিরিজে অন্তর্ভূক্ত করা হবে। হোম-অ্যাওয়ে পদ্ধতিতে বছরের কয়েকটি নির্দিষ্ট সময়ে ম্যাচ হবে বলেও জানান বিসিসিআই সভাপতি।

নিমরাজি ইসিবি ও সিএ

নিমরাজি ইসিবি ও সিএ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের চার দেশের সুপার সিরিজের প্রস্তাবে নিমরাজি হয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে ওই দুই ক্রিকেট বোর্ড এখনই এ ব্যাপারে হ্যাঁ বলতে রাজি হয়নি। চার দেশের সুপার সিরিজে অংশ নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও কিছুটা সময় চেয়েছে ইসিবি ও সিএ।

আইসিসি-র বক্তব্য

আইসিসি-র বক্তব্য

২০২০ ও ২০২১ সালের বিশ্ব ক্রিকেট সূচির নিরিখে বিসিসিআই প্রস্তাবিত চার দেশের সুপার সিরিজ আয়োজন করা কার্যত অসম্ভব বলে মনে করে আইসিসি। তবু বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

আইসিসি বিরোধী ঐক্য

আইসিসি বিরোধী ঐক্য

ক্রীড়া সূচি তৈরির ক্ষেত্রে বিশ্বের বড় ক্রিকেট খেলিয়ে দেশগুলিকে প্রাধান্য না দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে আইসিসি-র বিরোধিতায় একই জায়গায় এসে পৌঁছেছে বিসিসিআই, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে আইসিসি-র সমান্তরাল কর্মসূচি নেওয়া এই তিন ক্রিকেট বোর্ডের কাছে চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হওয়ার খাতিরে বিসিসিআই এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে, তা স্পষ্ট।

ইংল্যান্ডে সৌরভ

ইংল্যান্ডে সৌরভ

আইসিসি-র বিরুদ্ধে ঐক্যমত্য গড়ে তুলতে যেনতেন প্রকারেণ চার দেশের সুপার সিরিজ আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। তা নিয়ে কথা বলতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে ব্রিটেন পৌঁছে গিয়েছেন বলে সূত্রের খবর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পদাধিকারিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে ক্রিকেট অস্ট্রেলিয়ার পদাধিকারিরাও থাকবেন বলে জানানো হয়েছে।

English summary
Sourav Ganguly will headed to England to talk about 4-nations series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X