For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋদ্ধিমানকে হুমকি কাণ্ডের তদন্তে বিসিসিআই? সৌরভকে চিঠি অশোকের, কোচ জয়ন্ত বাড়ালেন সাহার মনোবল

  • |
Google Oneindia Bengali News

ঋদ্ধিমান সাহার স্ক্রিনগ্র্যাবে ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্ক। এক সাংবাদিককে ইন্টারভিউ না দেওয়ায় তিনি হুমকি দেন বলে অভিযোগ। বিসিসিআই সৌরভ গঙ্গোপাধ্যায় আশ্বস্ত করার পরেও টেস্ট দল থেকে বাদ পড়়ে অবাক হয়ে যান সুপারম্যান। পাপালিকে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় মারফত কার্যত অবসর নেওয়ার পরামর্শও দেওয়া হয়। যদিও ঋদ্ধি আপাতত সেই পথে হাঁটবেন না।

চলছে চাপানউতোর

সিএবি-র সচিব তথা সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ের কথাতেই স্পষ্ট, ঋদ্ধিমান রঞ্জি না খেলায় বাংলার ক্রিকেট মহল বিরক্ত ও ক্ষুব্ধ। স্নেহাশিস যেভাবে বাংলাকে রঞ্জির প্রথম ম্যাচে জেতানোর পরই অভিষেক পোড়েলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তাতে অনেকেই নানা ইঙ্গিত পেতে শুরু করেছেন। বাংলার ক্রিকেট মহলে এমন জল্পনাও রয়েছে, ঋদ্ধিকে এবার বাংলা দল থেকেও ছেঁটে ফেলার রূপরেখা তৈরি হচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যার ঘনিষ্ঠ মহলের দাবি, মহারাজও জাতীয় দল থেকে বাদ পড়ার পর রঞ্জি-সহ ঘরোয়া টুর্নামেন্ট খেলেছেন। কিন্তু প্রকাশ্যে দোষারোপ করেননি। ঋদ্ধির ঘনিষ্ঠ মহলের পাল্টা দাবি, কোনও ক্রিকেটার জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তি এড়াতে কোনও টুর্নামেন্টে বিশ্রাম নিতেই পারেন। আন্তর্জাতিক ক্রিকেটেও তা হামেশাই ঘটছে।

অভিযুক্ত সাংবাদিক সৌরভ-ঘনিষ্ঠ?

অভিযুক্ত সাংবাদিক সৌরভ-ঘনিষ্ঠ?

বিতর্ক আরও জোরালো হয়েছে নির্বাচক প্রধান ঋদ্ধিমানকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট করতে না পারায়। ঋদ্ধিও প্রোটোকল না ভেঙে দল থেকে বাদ না পড়া পর্যন্ত অন্দরের কথা প্রকাশ্যে আনেননি। তবে ঋদ্ধি যেভাবে সৌরভের আশ্বাসের কথা সামনে এনেছেন তাতে বোর্ড সভাপতির ঘনিষ্ঠ মহলেও অসন্তোষ রয়েছে। এরই মধ্যে জানা গিয়েছে, বোর্ড ঋদ্ধিমানকে সাংবাদিকের হুমকি দেওয়ার ঘটনার তদন্ত করতে পারে। ঋদ্ধি সাংবাদিকের নাম প্রকাশ্যে আনেননি। তবে জল্পনা চলছে যে সাংবাদিককে নিয়ে তিনি বোর্ড সভাপতির অত্যন্ত ঘনিষ্ঠ। এমনকী সিএবিরও। তবে সাংবাদিক হিসেবে তিনি যেভাবে হুমকি দিয়েছেন অনেক নিরপেক্ষ সাংবাদিকই তার নিন্দা করেছেন।

ঋদ্ধির পাশে আইসিএ

ঋদ্ধির বিষয়টি নিয়ে সরব হয়েছে ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলে আইসিএ সদস্য প্রজ্ঞান ওঝা ঋদ্ধির পাশে থাকার বার্তা দিয়ে ওই সাংবাদিকের নাম জানিয়ে দেওয়ার আর্জি করেছেন। সমস্ত ক্রিকেটাররা অভিযুক্ত সাংবাদিককে বয়কটের রাস্তাতেও হাঁটতে যে পারেন সেই ইঙ্গিত মিলতে শুরু করেছে। বোর্ডও ঋদ্ধির কাছে ঘটনা পরম্পরা ও সাংবাদিকের নাম জেনে তদন্ত শুরু করতে চলেছে বলে বোর্ডসূত্রে খবর।

কোচের কথায়

কোচের কথায়

ঋদ্ধির ছোটবেলার কোচ জয়ন্ত ভৌমিক বলেছেন, কী যুক্তিতে ঋদ্ধিকে বাদ দেওয়া হলো? ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে দেখা উচিত তাঁর ফিটনেস ও পারফরম্যান্স। যদি বয়স কারণ না হয়, তাহলে কেন বাদ দেওয়া হলো? দলে সিনিয়র ক্রিকেটাররা থাকা সত্ত্বেও ঋদ্ধিমান বাদ! সকলেরই অবসরের একটা সময় আছে। ঋদ্ধি সেই সম্পর্কে যথেষ্ট সচেতন। বাজে কথা বলেন না, নিজের খেলার প্রতি সৎ, পারফরম্যান্স, রেজাল্ট ও ফিটনেসের বিষয়ে সিরিয়াস। তিনি হারতে জানেন না, কখন থামতে হয় জানেন, মানসিকভাবেও শক্তিশালী। এখনও তাঁর যা ফিটনেস তাতে ২-৩ বছর আরামে খেলতে পারবেন। ভারতীয় দলে ফিটনেস টেস্টে প্রথম তিনে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার সঙ্গে ঋদ্ধিমান যে থাকেন তাও জানান জয়ন্ত। তাঁর দাবি, সকলেই জানেন উইকেটকিপার হিসেবে ঋদ্ধি বিশ্বের এক নম্বর। ঋদ্ধির সঙ্গে কথা হয়েছে। যা ঘটছে তাতেও তাঁর মানসিক শক্তি অটুটই থাকবে।

অশোকের অনুরোধ

এরই মধ্যে শিলিগুড়ির পাপালির বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আর্জি জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। তাঁর কথায়, ঋদ্ধিমানের টিম থেকে বাদ পড়াটা আমাদের কাছে খুবই দুঃখের। এমনই দুঃখ যে সৌরভ বাদ পড়ার সময়ও পেয়েছিলেন সে কথাও উল্লেখ করেন অশোক ভট্টাচার্য।

English summary
Sourav Ganguly Was Requested By Ashok Bhattacharya To Reconsider The Case Of Wriddhiman Saha. Wriddhi's Childhood Coach Jayanta Bhowmik Says Nothing Can Break The Mental Strength Of Saha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X