For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ বিসিসিআইয়ের এজিএমে সিএবি-র প্রতিনিধি, অভিষেক ডালমিয়া কি অন্য রাজ্য থেকে যাবেন?

Google Oneindia Bengali News

বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের প্রক্রিয়া জোরকদমে চলছে। কোন রাজ্য সংস্থা থেকে কারা প্রতিনিধিত্ব করবেন সেই তালিকাও প্রায় চূড়ান্ত। বোর্ড অনুমোদিত ৩৮টির মধ্যে ৩৫টি সংস্থাই নিজেদের প্রতিনিধির নাম জমা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, রেলওয়েজ, সার্ভিসেস ও ইউনিভার্সিটি আরও কিছুটা সময় চেয়েছে।

সিএবি থেকে সৌরভ

সিএবি থেকে সৌরভ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ই সিএবি-র প্রতিনিধিত্ব করবেন। সিএবি-র সভাপতি অভিষেক ডালমিয়াকে কুলিং অফে যেতে হবে। তাঁর সামনে অবশ্য বিসিসিআইয়ের প্রশাসনে যাওয়ার পথ খোলা ছিল। কিন্তু তিনি বোর্ডের এজিএমে থাকছেন না। মনে করা হচ্ছিল, উত্তর-পূর্বের কোনও রাজ্য থেকে অভিষেক বিসিসিআইয়ের এজিএমে যেতে পারেন, কোনও পদে বসার জন্য জগমোহন ডালমিয়ার পুত্র নির্বাচনে লড়বেন বলেও জল্পনা ছিল। কিন্তু তা হচ্ছে না। নিয়ম অনুযায়ী, কোনও রাজ্য সংস্থা থেকে একজনই বোর্ডের এজিএমে অংশ নিতে পারেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

চমক রজার বিনি

চমক রজার বিনি

ইলেক্টোরাল রোলসের তালিকায় বড় চমক রজার বিনি। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ও নির্বাচক বিনি এবার কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে বোর্ডের এজিএমে থাকবেন। এর আগে কেএসসিএ-র প্রতিনিধি হিসেবে বোর্ডের এজিএমে থাকতেন সচিব সন্তোষ মেনন। কেএসসিএ সভাপতি বিনি এবার বোর্ডে কোনও পদ পেতে চলেছেন বলে জোর জল্পনা।

কারা থাকছেন এজিএমে?

কারা থাকছেন এজিএমে?

৩৫ জনের তালিকায় নাম রয়েছে বোর্ডের প্রাক্তন কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীর, তিনি হরিয়ানার প্রতিনিধিত্ব করেন। রাজস্থানের প্রতিনিধি হিসেবে বোর্ডের এজিএমে থাকবেন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পুত্র বৈভব গেহলট, হায়দরাবাদ থেকে এইচসিএ সভাপতি মহম্মদ আজহারউদ্দিন, সৌরাষ্ট্র থেকে জয়দেব শাহ, বিদর্ভ থেকে প্রাক্তন বিসিসিআই ও আইসিসি প্রধান শশাঙ্ক মনোহরের পুত্র অদ্বৈত মনোহর, প্রাক্তন আইপিএল চেয়ারম্যান চিরায়ু আমিনের পুত্র প্রণব আমিন বরোদার প্রতিনিধিত্ব করতে চলেছেন। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করবেন প্রয়াত অরুণ জেটলির পুত্র রোহন জেটলি।

নজরে জয়-অরুণ

নজরে জয়-অরুণ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী আইসিসি চেয়ারম্যান হওয়ার জল্পনা রয়েছে। আগামী মাসে হবে সেই ঘোষণা। সৌরভ আইসিসিতে গেলে জয় শাহ বোর্ড সভাপতি হয়ে যেতে পারেন। বোর্ডের সভাপতি, সহ সভাপতি, সচিব, যুগ্ম সচিব, কোষাধ্যক্ষর পাশাপাশি অ্যাপেক্স কাউন্সিলের একজন সদস্য ও গভর্নিং কাউন্সিলের পদে দুজন নির্বাচিত হতে পারেন। অর্থাৎ এখনও অবধি প্রকাশিত ৩৫ জনের তালিকা থেকে বিভিন্ন পদে নির্বাচিত হতে পারবেন ৮ জন। জয় শাহ গুজরাতের প্রতিনিধিত্ব করবেন। হিমাচল প্রদেশ অরুণ সিং ধুমলের নাম পাঠিয়েছে। জয় শাহ বিসিসিআই সভাপতি হলে ধুমল সচিব হতে পারেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির দৌড়ে এগিয়ে থাকা আশিস শেলারের নামই পাঠিয়েছে এমসিএ। তিনিও বোর্ডের কোনও পদ পাবেন বলে জল্পনা ছিল। তবে তিনি এমসিএ সভাপতি হলে বোর্ডে আসার জন্য আরও অপেক্ষা করতে হবে। অক্টোবরের ১১ ও ১২ তারিখ মনোনয়ন জমা দেওয়া যাবে। স্ক্রুটিনি হবে ১৩ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য হয়েছে ১৪ অক্টোবর। ১৮ অক্টোবর বোর্ডের এজিএম।

English summary
Sourav Ganguly Will Represent CAB At The BCCI AGM. The Big Surprise Is The Presence Of Roger Binny's Name In The Electoral Rolls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X