For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড পরিস্থিতিতে সংকটে ত্রাতা হবেন সৌরভ, ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত মহারাজকে সভাপতি দেখতে চান গাভাসকর

কোভিড পরিস্থিতিতে সংকটে ত্রাতা হবেন সৌরভ, ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত মহারাজকে সভাপতি দেখতে চান গাভাসকর

  • |
Google Oneindia Bengali News

প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত চাইছেন দেশের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভারকর। বিসিসিআইয়ের উন্নতিতে সৌরভকে আরও অনেকটা সময় প্রয়োজন বলে তিনি মনে করেন, সেই কারণেই কুলিং অফ পিরিয়ড নিয়ে সুপ্রিম কোর্ট নিয়ম শিথিল করুক, চাইছেন গাভাসকর। এতে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভকে দীর্ঘমেয়দি সময় দেখা যাবে বলে গাভাসকর মনে করছেন।

সুপ্রিম কোর্টের কাছে সৌরভের জন্য আর্জি

সুপ্রিম কোর্টের কাছে সৌরভের জন্য আর্জি

প্রসঙ্গত চলতি বছরের জুলাইয়ে প্রশাসক হিসেবে সৌরভের ছয় বছর পূর্ণ হচ্ছে। পাঁচ বছরের বেশি সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে সার্ভিস দেওয়ার পর অক্টোবরে বিসিসিআই প্রধান হয়েছেন সৌরভ। ৯ মাস বোর্ড সভাপতি থাকার চার মাস করোনার কারণে মহারাজ ও তাঁর টিম কাজ করতে পারেনি। লোধার নিয়ম অনুযায়ী কোনও কর্তা রাজ্য ও ভারতী ক্রিকেট বোর্ড মিলিয়ে সর্বোচ্চ ছয় বছর মেয়াদ থাকতে পারে। এরপর তাঁকে সংবিধান অনুযায়ী, কুলিং অফ যেতে হবে। সেই নিয়মের গেঁড়াকলেই মহারাজকে বোর্ডের দায়িত্ব ছাড়তে হতে পারে। এই নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে সংবিধান পরিবর্তন করতে চেয়ে বিসিসিআই আবেদন জানিয়েছে।

সুপ্রিম কোর্টের মত

সুপ্রিম কোর্টের মত

২১ এপ্রিল শীর্ষ আদালতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের মেয়াদ বাড়ানো নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড আর্জি জমা দেয়। ২২ জুলাই এই মামলার সুনানি হয়েছে। মামলার পরবর্তী শুশানি ১৭ অগাস্ট।

আপতত অগাস্ট পর্যন্ত দায়িত্বে সৌরভ

আপতত অগাস্ট পর্যন্ত দায়িত্বে সৌরভ

সুপ্রিম কোর্টের কাছে আর্জির ফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপতত সভাপতি পদে সৌরভ ও সচিব পদে জয় শাহ থাকছেন। ১৭ অগাস্ট মামলার দ্বিতীয় শুনানি। আপতত তাই অগাস্ট পর্যন্ত সৌরভ-শাহ জুটি বোর্ডের দায়িত্বে থাকছেন।

গাভাসকর যা বললেন

গাভাসকর যা বললেন

এই নিয়ে গাভাসকর বলেন, 'সৌরভদের বোর্ডে থাকার বিষয়টা সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু ব্য়ক্তিগতভাবে আমি সৌরভকে ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত প্রশাসক হিসেবে দেখতে চাই। সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর ভারতীয় ক্রিকেটে জোয়ার এসেছে। ওর সময়ে আইপিএল করোনার কারণে ধাক্কা খেয়েছে। সামনেই সেই আইপিএল হবে। ভারতীয় ক্রিকেট প্রশাসক সৌরভের উপর আস্থা রাখে। প্রশাসক সৌরভ ভারতীয় ক্রিকেটকে আর্থিক সমস্যার মাঝেও দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। সেই কারণেই ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত সৌরভকে বোর্ডের দায়িত্বে দেখতে চাই।'

বন্ধু-ক্রিকেটাররা দেশ-বিদেশের সুস্বাদু আমের নেশায় ধোনির বাড়ি ছুটে যান! রহস্য ফাঁস সিএসকে সতীর্থেরবন্ধু-ক্রিকেটাররা দেশ-বিদেশের সুস্বাদু আমের নেশায় ধোনির বাড়ি ছুটে যান! রহস্য ফাঁস সিএসকে সতীর্থের

English summary
Sourav Ganguly & Team Should Continue in BCCI Till 2023 World Cup say Sunil Gavaskar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X