For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা পুলিশের কাজে গর্বিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া, 'এ অবিশ্বাস্য'!

কলকাতা পুলিশের কাজে গর্বিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বললেন 'অবিশ্বাস্য' লড়াই! দেখুন দাদার টুইট

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে আতঙ্কের মধ্যেই ঘূর্ণিঝড় আম্ফানে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা সহ রাজ্যের অধিকাংশ অঞ্চল। জনজীবন কার্যত স্তব্ধ। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। পরিস্থিতি কবে ঠিক হবে, তা হলফ করে বলতে পারছে না প্রশাসন। তবু লড়তে তো হবে! তাই যুদ্ধে অক্লান্ত পুলিশ প্রশাসন। মানুষের সেবায় নিবেদিত প্রাণ আইনের রক্ষকদের কুর্নিশ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভয়াবহ আম্ফান

ভয়াবহ আম্ফান

বুধবার বিকেল একযোগে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী জেলা ও শহরগুলিতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আম্ফান। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতা। রাজ্যে এখনও পর্যন্ত আশি জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভেঙে পড়েছে একের পর এক গাছ, কাঁচা বাড়ি। পরিস্থিতির চাপে অসহায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন দুর্যোগ বিরল বলে জানিয়েছেন।

লড়ছে পুলিশ

লড়ছে পুলিশ

করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব সামাল দিতে লড়াই করছে পুলিশ। কলকাতা সহ রাজ্যের সর্বত্র পরিস্থিতি সামাল দেওয়ার কাজ চালাচ্ছেন আইনের রক্ষকরা। প্রত্যন্ত এলাকায় পৌঁছে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে উদ্ধার করাই হোক বা বন্ধ থাকা রাস্তাকে সচল করা, সবক্ষেত্রেই নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছেন উর্দিধারীরা। তাঁদের প্রাপ্য সম্মান দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভের টুইট

ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙে পড়া গাছ টেনে এবং ঠেলে সরিয়ে পরিবহন ব্যবস্থা সচল করার চেষ্টা করছেন কলকাতা পুলিশের কর্মীরা। সেই ভিডিও দেখে গর্বিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা পুলিশের পোস্ট রি-টুইট করে আইনের রক্ষকদের কুর্নিশ জানিয়েছেন বিসিসিআই সভাপতি।

অবিশ্বাস্য

বুধবার বিকেলে কলকাতার বুকে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আম্ফান। লন্ডভন্ড হয়ে যায় উচ্ছ্বাসের নগরী। জনজীবন সচল করতে সেদিন রাত থেকেই কাজে নেমে পড়েন কলকাতা পুলিশের কর্মীরা। জলমগ্ন এন্টালির সিআইটি রোডে ভেঙে পড়া মস্ত বড় গাছ সরাতে দেখা যায় তাঁদের। কলকাতা পুলিশের সেই প্রচেষ্টা দেখে মুগ্ধ হয়েছেন মহারাজ। বলেছেন অবিশ্বাস্য লড়াই।

English summary
Sourav Ganguly take a bow on Kolkata police's restoration work after Cyclone Amphan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X