For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ঋষভ পন্থকে সময় দিন', বললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

'ঋষভ পন্থকে সময় দিন', বললেন বিসিসিআই সৌরভ গঙ্গোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেট দুনিয়া। সর্বত্র তীব্র সমালোচনায় বিদ্ধ ঋষভ পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্রিকেটীয় ব্যকরণ ভুলে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে তাঁর ভারতীয় দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এমনই এক জটিল পরিস্থিতিতে অবশ্য তরুণ ঋষভের বল ভরসা ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমর্থন। একই ভাবে দুঃসময়ে পন্থের পাশে দাঁড়ালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

পন্থকে সময় দিন

পন্থকে সময় দিন

ভারতীয় দলে ঋষভ পন্থের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ২২ বছরের উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে আরও কিছুটা সময় দেওয়া প্রয়োজন। যত অভিজ্ঞতা বাড়বে ঋষভ তত পরিণত হবেন বলেই বিশ্বাস করেন মহারাজ।

দারুণ ক্রিকেটার

দারুণ ক্রিকেটার

ঋষভ পন্থকে দারুণ ক্রিকেটার বললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কারও সঙ্গে তুলনা না টেনে পন্থ নিজ গুনে একদিন ভাস্বর হবেন বলেই দাবি করেছেন মহারাজ।

দিন-রাতের টেস্ট

দিন-রাতের টেস্ট

ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন রাতের টেস্ট সফল হবে বলেই বিশ্বাস করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ওইদিন দেশের ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর ছাড়া অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ও বক্সিং-এ বিশ্ব চ্যাম্পিয়ন এমসি মেরি কম মাঠে উপস্থিত হবেন বলে জানিয়েছেন মহারাজ।

একই মঞ্চে হাসিনা-মমতা

একই মঞ্চে হাসিনা-মমতা

২২ নভেম্বর দেশের প্রথম দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। ওই দিন ইডেনে একসঙ্গে ঘণ্টা বাজাতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এমনই আভাস দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

English summary
Sourav Ganguly stands behind Rishabh Pant on critical moment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X