For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম স্বস্তি! আগামী তিন বছর বোর্ড সভাপতির পদে থাকছেন সৌরভ, সচিব পদে কাজ চালিয়ে যাবেন জয়

সুপ্রিম স্বস্তি! আগামী তিন বছর বোর্ড সভাপতির পদে থাকছেন সৌরভ, সচিব পদে কাজ চালিয়ে যাবেন জয়

Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বস্তির বাতাবরণ বিসিসিআই-এর অন্দরে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আরও তিন বছর বোর্ড সভাপতি পদে থাকতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সময়সীমা পর্যন্ত বোর্ড সচিব হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন জয় শাহও। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী এই বছরই মেয়াদ পূর্ণ হত সৌরভ এবং জয়ের। তবে, দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল এই আরও তিন বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন সৌরভ এবং জয়।

বিসিসিআই সভাপতি পদে বহাল থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়:

বিসিসিআই সভাপতি পদে বহাল থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়:

স্বস্তির বাতাবরণ বিসিসিআই-এর অন্দরে। বোর্ডের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এক ব্যক্তি রাজ্য সংস্থায় টানা ছ'বছর এবং বিসিসিআইতে (BCCI) টানা ছ'বছর ক্ষমতায় থাকতে পারবেন। এর মধ্যে কুলিং অফে যেতে হবে না। অর্থাৎ, রাজ্য সংস্থায় দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও সৌরভদের এখনই কুলিং-অফে যেতে হচ্ছে না। কারণ বিসিসিআইতে তাঁরা ক্ষমতায় এসেছেন ৩ বছর আগে। এর ফলে সৌরভ গঙ্গোপাধ্যায় ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের সভাপতি পদে বহাল থাকলেন। একই সঙ্গে তাঁর সঙ্গে একই সময় পর্যন্ত বোর্ডের সচিব পদে বহাল থাকলেন জয় শাহ।

বোর্ডের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা সাওয়াল করেন শীর্ষ আলাদতে:

বোর্ডের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা সাওয়াল করেন শীর্ষ আলাদতে:

বিসিসিআই-এর হয়ে শীর্ষ আলাদতে সাওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং হিমা কোহলির বেঞ্চের সামনে তিনি বলেন, "কুলিং অফ পিরিয়ডের নিয়ম রয়েছে বর্তমান সংবিধানে। আমি যদি কোনও রাজ্য ক্রিকেট সংস্থার পদাধিকারী হই প্রথম টার্মে এবং দ্বিতীয় টার্মে বিসিসিআই-এর যেতে হয় তা হলে আমায় কুলিং অফ প্রিরিয়ড কাটাতে হবে। দু'টো সংস্থা ভিন্ন এবং তাদের নিয়মও ভিন্ন।"

কী বলা হয়েছিল লোধা সুপারিশে:

কী বলা হয়েছিল লোধা সুপারিশে:

অতীতে বিচারপতি আরএম লোধার নেতৃত্বে যে কমিটি তৈরি হয়েছিল তাতে যে সুপারিশগুলি করা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল এই কুলিং অফ প্রিরিয়ড। সেখানে বলা হয়েছিল একজন ক্রিকেট প্রশাসক সর্বোচ্চ ছয় বছর একটানা ক্ষমতায় থাকতে পারবেন। এর পর তিন বছরের জন্য কুলিং অফ প্রিরিয়ডে যেতে হবে তাঁকে। পাশাপাশি সেখানে ৭০ ঊর্ধ্ব কোনও কর্তাকে প্রশাসনিক পদে না রাখার সুপারিশও ছিল। ২০১৬ সালে সেই সুপারিশে মান্যতা দিয়েছিল বোর্ড। এই কুলিং অফ প্রিরিয়ড তুলে দেওয়ার জন্যই আবেদন করেছিল বোর্ড। কুলিং অফ তুলে দিলে সৌরভ এবং জয়ের আরও তিন বছর নিজেদের দায়িত্ব পালন করার পথে কোনও বাধা থাকতো না।

নতুন নিয়মে কী দাঁড়াল:

নতুন নিয়মে কী দাঁড়াল:

বিসিসিআই-এর নিয়মে সংশোধন আনার অনুমতি দেশের সর্বোচ্চ আলাদতের থেকে পাওয়ার ফলে এখন কোনও প্রশাসক রাজ্য সংস্থায় ছয় বছর দায়িত্ব সামলানো স্বত্ত্বেও পরবর্তী ছয় বছর বিসিসিআই-এর কোনও দায়িত্ব সামলাতে পারবে কোনও কুলিং অফ প্রিরিয়ড ছাড়াই।

Champions League: বার্সেলোনার বিরুদ্ধে জয় বায়ার্নের, শেষ মুহূর্তের গোলে জিতল লিভারপুল, হার টটেনহ্যাম,মাদ্রিদেরChampions League: বার্সেলোনার বিরুদ্ধে জয় বায়ার্নের, শেষ মুহূর্তের গোলে জিতল লিভারপুল, হার টটেনহ্যাম,মাদ্রিদের

English summary
Sourav Ganguly and Jay Shah is all set to continue as BCCI President and Secretary respectively for next three years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X