For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলির অধিনায়কত্ব হারানোর কারণ জানালেন সৌরভ, বিরাটকে নিয়ে কী ভাবনা রোহিতের?

Google Oneindia Bengali News

নিজে ছাড়েননি। ভারতের একদিনের দলের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে যে সরিয়েই দেওয়া হলো সেটা স্পষ্ট করে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাটের অবদানের কথা স্বীকার করলেও তাঁর বোর্ডের প্রস্তাব প্রত্যাখ্যানকে যে কেউই ভালোভাবে নেননি সেই ইঙ্গিতও মিলেছে বিসিসিআই সভাপতির কথায়। এদিকে, বোর্ডসূত্রে খবর, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে রোহিত শর্মার ডেপুটি করা হবে লোকেশ রাহুলকে।

বিরাট অপসারণ

বিরাট অপসারণ

ভারতের টি ২০ অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার সময় বিরাট কোহলির দাবি ছিল, মাস ছয়েক আগে থেকে নিজের এই সিদ্ধান্ত তিনি বিসিসিআই তথা ভারতীয় দলের লিডারশিপ গ্রুপকে জানিয়েছিলেন। তবে সেটা যে তাঁরা আগে জানতেন না পাল্টা তা স্পষ্ট করে দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ সৌরভ জানিয়েছেন, বিরাট কোহলি টি ২০ অধিনায়কত্ব যাতে না ছাড়েন, সেজন্য বোর্ড তাঁরে অনুরোধ করেছিল। কিন্তু বিরাট রাজি হননি। ফলে নির্বাচকরাও সাদা বলের ক্রিকেটের দুই ফরম্যাটে দুই আলাদা অধিনায়ক রাখতে চাননি। সে কারণেই বোর্ড ও নির্বাচকরা মিলে একদিনের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। বিরাট টেস্টে অধিনায়ক থাকবেন। রোহিত সাদা বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবেন। সৌরভ নিজে বোর্ড সভাপতি হিসেবে কথা বলেছেন বিরাটের সঙ্গে। কথা হয় নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মারও।

রোহিতে আস্থা

রোহিতে আস্থা

পাকাপাকি অধিনায়ক হওয়ার পর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতেছে রোহিত শর্মার ভারত। একদিনের দলকেও নেতৃত্ব প্রদানের নিরিখে সৌরভের আস্থা রয়েছে রোহিতের প্রতি। বোর্ড সভাপতি বলেছেন, রোহিতের নেতৃত্বদানের দক্ষতায় আমাদের পূর্ণ আস্থা রয়েছে। বিরাট টেস্টে অধিনায়ক। আমরা মনে করি, ভারতীয় ক্রিকেট যোগ্য ব্যক্তিদের হাতেই রয়েছে। অধিনায়ক হিসেবে সাদা বলের ক্রিকেটে অবদানের জন্য বিরাটকে ধন্যবাদ।

বিরাটকে নিয়ে

বিরাটকে নিয়ে

একদিনের দলের অধিনায়ক হওয়ার পর ব্যাকস্টেজ উইথ বোরিয়া নামক ইউটিউব শোয় প্রথমবার সাক্ষাতকারে রোহিত শর্মা বলেছেন, বিরাট যে মানের ব্যাটার তাতে দলে তাঁর প্রয়োজনীয়তা সব সময় রয়েছে। টি ২০ ক্রিকেটে ৫০-এর বেশি গড় রয়েছে বিরাটের, যা অসাধারণ এবং এটা যে বাস্তব কখনও কখনও তা বিশ্বাসই হয় না। তাঁর ব্যাটার হিসেবে বিপুল অভিজ্ঞতা রয়েছে এবং অনেক কঠিন পরিস্থিতি থেকে তিনি দলের পরিত্রাতা হয়ে উঠেছেন অসাধারণ দক্ষতায়। একজন অধিনায়কের কাজ হলো যোগ্য ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছেন কিনা, সেরা একাদশ মাঠে নামানো হয়েছে কিনা, এ সবের সঙ্গে কিছু ট্যাকটিক্যাল বিষয় দেখাশোনা করা।

কীভাবে এগোবেন নতুন অধিনায়ক?

কীভাবে এগোবেন নতুন অধিনায়ক?

কীভাবে অধিনায়কের দায়িত্ব পালন করতে চান তারও ইঙ্গিত দিয়েছেন রোহিত। তিনি বলেন, বাইরের চেয়েও আমার বেশি কাজটা ভিতরেই। ক্রিকেটারদের দায়িত্ব ঠিক করে দেওয়া, যাতে তাঁরা সেইমতো মাঠে নেমে খেলতে পারেন। এই কাজটা মাঠের বাইরেই হয়। মাঠে নেমে নির্ধারিত সময় থাকে, ফলে খুব বেশি পরিবর্তন করার উপায় থাকে না। মাঠে যদি ২০ শতাংশ কিছু অধিনায়কের করার থাকে, তবে ৮০ শতাংশই কাজ থাকে বাইরে। টি ২০ বিশ্বকাপের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ই যে ভারতের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার কারণ সেটা মনে করেন রোহিতও। তবে দলের বোলিং নিয়ে আত্মবিশ্বাসী তিনি।

English summary
Sourav Ganguly Says BCCI Had Requested Virat To Not Step Down As The T20 Skipper, He Did Not Agree. Selectors Did Not Feel It Right To Have Two Different Captains For Two White-Ball Formats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X