For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৈয়দ মুস্তাক আলিতেও বুকিদের থেকে ফিক্সিংয়ের অফার এসেছে, জানালেন সৌরভ

সৈয়দ মুস্তাক আলিতেও বুকিরা এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের জন্য অফার করা করেছে, জানালেন সৌরভ

  • |
Google Oneindia Bengali News

রবিবার শেষ হল সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচে তামিলনাড়ুকে ১ রান হারিয়ে চ্যাম্পিয়ন হল কর্ণাটক। থ্রিলার লড়াই দেখে মুগ্ধ ক্রিকেটমহল। তবে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভাবাচ্ছে স্পট ফিক্সিং!

বুধবার রাতে অপারেশন

বুধবার রাতে অপারেশন

সীমান্তের ওপারে অদূরে পাকিস্তানে জঙ্গিদের লঞ্চ প্যাডে আক্রমণ চালায় ভারতীয় সেনা। স্পেশাল ফোর্সের এই অপারেশন চলে মোট ৪ ঘণ্টা ধরে। রাত ১২টা ৩০ মিনিট থেকে ৪টে ৩০ মিনিট পর্যন্ত অপারেশন চালানো হয়।

শক্তিশালী দুর্নীতিদমন শাখা তৈরির বার্তা সৌরভের

শক্তিশালী দুর্নীতিদমন শাখা তৈরির বার্তা সৌরভের

রবিবার মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বাইশ গজকে দুর্নীতিমুক্ত রাখা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ। যেখানে সৌরভ বলেন, 'ভারতীয় ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে বোর্ডের দুর্নীতিদমন শাখাকে আরও শক্তিশালী করা হবে।'

সীমান্ত পেরিয়ে 'সার্জিক্যাল স্ট্রাইক'

সীমান্ত পেরিয়ে 'সার্জিক্যাল স্ট্রাইক'

সূত্রের খবর, ভারতীয় কম্যান্ডোরা পাকিস্তান সীমান্ত পেরিয়ে তিন কিলোমিটার পর্যন্ত ভিতরে চলে গিয়েছিলেন। এভাবেই 'লাইন অব কন্ট্রোল' এর ওপারে অপারেশন চালায় সেনা। পোশাকি ভাষায় যার নাম 'সার্জিক্যাল স্ট্রাইক'।

কর্ণাটক প্রিমিয়র লিগে স্পট ফিক্সিংয়ের তদন্ত

প্রসঙ্গত এই মুহূর্তে কর্ণাটক প্রিমিয়র লিগের স্পট ফিক্সিং নিয়ে তোলপাড় ক্রিকেটমহল। এই টুর্নামেন্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে সেপ্টেম্বর থেকে গোয়ান্দারা তদন্ত শুরু করেছে। যারপর এখনও পর্যন্ত সব মিলিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে বোর্ড সভাপতি সৌরভ বলেন, 'ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। ইতিমধ্যেই দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করা হচ্ছে। এই মুহূর্তে কেপিলে ফিক্সিংয়ের জন্য এই টুর্নামেন্ট এখন স্থগিত থাকছে। সেই সঙ্গে চেন্নাই ক্রিকেট লিগেও কিছু অভিযোগ এসেছে। যারপর সেখানকার দুই ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্ট থেকে নির্বাসন করা হয়েছে। '

কাশ্মীর সীমান্তে প্রত্যাঘাত

কাশ্মীর সীমান্তে প্রত্যাঘাত

জানা গিয়েছে, বুধবার রাতে ভারতীয় সেনা এই প্রত্যাঘাত ভীমবার, কেল ও লিপা সেক্টরে পাকিস্তানের দিকে সীমান্তে চালিয়েছে।

সৈয়দ মুস্তাকেও ফিক্সিংয়ের অফারের অভিযোগ

সৈয়দ মুস্তাকেও ফিক্সিংয়ের অফারের অভিযোগ

এরপরই সাংবাদিক বৈঠকে সৌরভ জুড়েছেন, 'সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের জন্য অফার করা হয় বলে কানে এসেছে। বিষয়টা খতিয়ে দেখা হবে।' সঙ্গে সৌরভ জুড়েছেন, 'ক্রিকেটারদের অফার করা হতেই পারে। কিন্তু অফার পাওয়ার পর ক্রিকেটাররা প্রলোভনের বিরুদ্ধে মোকাবিলা না করলে সেটাই সমস্যার।'

৭টি জঙ্গি ঘাঁটি ওড়াল সেনা

৭টি জঙ্গি ঘাঁটি ওড়াল সেনা

মোট ৭টি জঙ্গি ঘাঁটি এই সার্জিক্যাল স্ট্রাইকের মধ্য দিয়ে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। প্রথমে আকাশপথে উড়ে গিয়ে সীমান্তের ওপারে যায় ভারতীয় সেনা। তারপরে নিচে নেমে একেরপর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে।

খতম বহু জঙ্গি

খতম বহু জঙ্গি

সেনা সূত্রে খবর, জঙ্গি ঘাঁটিতে হামলায় পুরোপুরি সফল ভারতীয় সেনা। হামলায় বহু জঙ্গি নিকেশ হয়েছে বলেও জানা গিয়েছে।

বিকেলে সর্বদল বৈঠক

বিকেলে সর্বদল বৈঠক

সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। এই নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফে বিকেল ৪টের সময়ে একটি সর্বদল বৈঠক ডাকা হয়েছে।

অপারেশন শেষ হয়েছে

অপারেশন শেষ হয়েছে

ভারতীয় সেনা জানিয়েছে, বুধবার রাতের অপারেশন শেষ হয়ে গিয়েছে। আর কোনও অপারেশন সেনা চালাবে না। আর শুধুমাত্র জঙ্গিদমনেই যে এই অপারেশন চালানো হয়েছে তা বারবার করে স্পষ্ট করে দিয়েছে সেনাবাহিনী।

আইএসএল ২০১৯: কেরালার জেতা ম্যাচ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল গোয়াআইএসএল ২০১৯: কেরালার জেতা ম্যাচ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল গোয়া

English summary
Sourav Ganguly says, player was approached by bookie during Syed Mushtaq T20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X