For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সেওয়াগের সঙ্গে তুলনায় আসে না'! পৃথ্বী শ-এর ব্যাটিং কেমন লাগল সৌরভ গঙ্গোপাধ্যায়ের

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য পৃথ্বী শ-র প্রশংসা করেছেন। কিন্তু তিনি বলেন, বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে পৃথ্বীকে তুলনা করবেন না।

Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করার পর এখন ভারতীয় ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে অভিষেককারী তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ। মাত্র ৯৯ বলেই তিনি জীবনের প্রথম টেস্ট শতরান করেছেন। যা দেখে অনেকেই বলছেন সচিনের রাজ্যের ক্রিকেটার হলেও তাঁর ক্রিকেট যেন সেওয়াগের স্কুলে শেখা। তিনি ব্য়াট করেন সেওয়াগের মতোই। কিন্তু এর সঙ্গে একমত হতে পারলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

সেওয়াগের সঙ্গে তুলনায় আসে না! পৃথ্বী শ-এর ব্যাটিং কেমন লাগল সৌরভ গঙ্গোপাধ্যায়ের

তিনি বলেছেন, 'সেওয়াগের সঙ্গে ওর তুলনা করবেন না। সেওয়াগ ছিল একেবারে জিনিয়াস যাকে বলে। ওকে অন্যান্য জায়গায় আগে খেলতে দিন। আমি নিশ্চিত ও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাতেও রান করবে। কিন্তু ওকে সেওয়াগের সঙ্গে তুলনা করবেন না।'

আরও অনেকের মতো বীরেন্দ্র সেওয়াগও ছিলেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির দুর্মূল্য আবিষ্কার। সেওয়াগকে তিনিই ওপেনিং পজিশনে তুলে এনেছিলেন। তাই হয়ত, পৃথ্বীকে নিয়ে উচ্ছ্বসিত হয়েও পুরনো টিমমেটের সঙ্গে এখনও অন্য কারোর তুলনায় অনাগ্রহী সৌরভ গঙ্গোপাধ্যায়।

পৃথ্বীর মতো সৌরভ গঙ্গোপাধ্যায়ও অভিষেক টেস্টেই শতরান করে রাজকীয় অভিষেক ঘটিয়েছিলেন। তিনি অবশ্য মনে করিয়েছেন পৃথ্বী কিন্তু রঞ্জি ও দলীপ ট্রফির অভিষেক ম্যাচেও শতরান করেছেন। তাঁর নিজের ঝুলিতে টেস্ট ও দলীপ ট্রফির অভিষেকে শতরানের রেকর্ডটা থাকলেও রঞ্জির রেকর্ডটা নেই।

তবে দাদার সবচেয়ে মন কেড়েছে পৃথ্বীর ব্যাট করার মেজাজ এবং মনোভাব। তিনি বলেছেন, 'অনুর্ধ-১৯ বিশ্বকাপ খেলা আর ভারতের হয়ে টেস্ট খেলা একেবারে আলাদা ব্যাপার। শ-এর খেলা দেখে চোখ জুড়িয়ে গিয়েছে। আশা করব ও ভারতের হয়ে দীর্ঘদিন ধরে খেলবে। যেভাবে ও ব্যাট করেছে সেটা আলাদা করে উল্লেখ করতে হবে। শতরান করার পথে ও বোলারদের শাসন করেছে।'

English summary
Former India captain Sourav Ganguly has lauded Prithvi Shaw for his brilliant knock, but he said don't compare Prithvi with Virender Sehwag.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X