For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন প্রথম বল খেলতে চাইতেন না সচিন, লিটল মাস্টারের সঙ্গে কোন দুষ্টুমি করেছিলেন সৌরভ

কেন প্রথম বল খেলতে চাইতেন না সচিন, লিটল মাস্টারের সঙ্গে কোন দুষ্টুমি করেছিলেন সৌরভ

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের নামের পাশে ১৭৬ ইনিংস খেলে ৮২২৭ রানের পার্টনারশিপ রেকর্ড, যা ক্রিকেট দুনিয়ায় আজও অক্ষত। ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকরের জুটির এই ঈর্ষণীয় সাফল্যের কীর্তি আজও অটুট। বন্ধু সচিনের সঙ্গে কেরিয়ারে দীর্ঘ সময়ে ওপেন করেছেন সৌরভ। কেনিয়ার বিরুদ্ধে ২০০১ সালে সচিনের সঙ্গে সৌরভের প্রথম উইকেটে ২৫৮ রান, আজও কোনও ইনিংসে প্রথম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের তালিকায় ১০ নম্বরে রয়েছে। সেই বন্ধু সচিন কেন ইনিংসের প্রথম বলে স্ট্রাইট নিতেন না, এবার এক ক্রিকেট আড্ডায় সেই রহস্য ফাঁস করলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

ওপেনিংয়ে সৌরভ-সচিনের পরিসংখ্যান

ওপেনিংয়ে সৌরভ-সচিনের পরিসংখ্যান

১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায় ১৩৬ ইনিংস ওপেনিং করে জুটিতে ৬৬০৯ রান হাঁকান।পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দুই পূর্বসূরির সাফল্যের কাছাকাছি পৌঁছতে পেরেছেন।

সচিন কেন প্রথম বল খেলতেন না, যা বললেন সৌরভ

সচিন কেন প্রথম বল খেলতেন না, যা বললেন সৌরভ

উত্তরসূরি ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে এক ভিডিও আড্ডায় প্রাক্তন সতীর্থ সচিন তেন্ডুলকর কেন ইনিংসের প্রথম বল খেলতেন না সেই রহস্য জানিয়েছেন সৌরভ। মহারাজ মজা করে বলেন, 'সচিনের কাছে সর্বদা দুটো উত্তর থাকত। ফর্ম ভালো থাকলে সচিন মনে করত ভালো ফর্ম ধরে রাখতে নন স্ট্রাইকার এন্ডে থেকে খেলা শুরু করা উচিত। আবার ফর্ম খারাপ থাকলে তখন নন স্ট্রাইকার এন্ড থেকে খেলা শুরু করলে ওর উপর কোনও চাপ থাকবে না বলে মনে করত।'

ওপেনিংয়ে সচিনের সঙ্গে কোন দুষ্টুমি করেছিলেন সৌরভ

ওপেনিংয়ে সচিনের সঙ্গে কোন দুষ্টুমি করেছিলেন সৌরভ

মায়াঙ্কের সঙ্গে আড্ডায় সচিনের সঙ্গে মজার এক মুহূর্তও শেয়ার করলেন সৌরভ। বিসিসিআই সভাপতি স্মৃতির পাতায় ফিরে গিয়ে জানিয়েছেন, 'মজা করে মাঝে মাঝে আমি নন স্ট্রাইকিং এন্ড দাঁড়িয়ে যেতাম। টিভি ক্যামেরা সব দেখছে। সচিন তখন মজা বুঝতে পেরে বাধ্য হয়ে স্ট্রাইকিং এন্ডে পৌঁছে খেলা শুরু করত। সচিনের সঙ্গে কেরিয়ারে কয়েকবার আমি এই দুষ্টুমি করেছি।'

সৌরভ-সচিনের বন্ধুত্ব

সৌরভ-সচিনের বন্ধুত্ব

প্রসঙ্গত ক্রিকেট ছাড়ার পর ভারতীয় ক্রিকেটের দুই মহারথী এখনও দারুণ বন্ধু। ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার পর সচিন এখন অবসর সময় কাটাচ্ছেন। অন্যদিকে বোর্ডের প্রেসিডেন্টের ভূমিকায় এখন বড় দায়িত্বে নিজেকে মেলে ধরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইসিসি-র জন্য অপেক্ষা না করে আইপিএল নিয়ে বড় পদক্ষেপের ভাবনা বিসিসিআইয়ের! দ্বন্দ্ব চরমে!আইসিসি-র জন্য অপেক্ষা না করে আইপিএল নিয়ে বড় পদক্ষেপের ভাবনা বিসিসিআইয়ের! দ্বন্দ্ব চরমে!

English summary
Sourav Ganguly said reasons Why Sachin Tendulkar not taking first strike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X