For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফর্মে ফেরার জন্য রাহানে-পূজারাদের এই উপদেশ দিলেন সৌরভ

ফর্মে ফেরার জন্য রাহানে-পূজারাদের এই উপদেশ দিলেন সৌরভ

Google Oneindia Bengali News

ক্রমশ খারাপ পারফরম্যান্সের কারণে ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পাওয়াটাই এখন চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারার জন্য। বর্তমান এবং অতীতের বহু ক্রিকেটার এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে দল থেকে বাদ দেওয়ার কথাও বলেছে। তবে, সেই পথে হাঁটতে রাজি নন, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ফর্মে ফেরার জন্য রাহানে-পূজারাদের এই উপদেশ দিলেন সৌরভ

প্রাক্তন ভারত অধিনায়ক মনে করেন, প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট খেললেও ঘরোয়া ক্রিকেটে ফিরে রান করতে হবে রাহানে এবং পূজারাকে। স্পোর্টসস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে মহারাজের কথায়, "ওর দু'জনেই খুব ভাল ব্যাটসম্যান। আশা করি ওরা রঞ্জিতে খেলবে এবং অনেক বেশি রান করবে। আমার মনে হয় না ওদের জন্য কোনও সমস্যা হবে (এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে ঘরোয়া ক্রিকেটে খেলার ক্ষেত্রে)।"

তিনি এ-ও জানান, রাহানে এবং পূজারা যখন ভারতের হোয়াইট বল সিরিজে দলের সঙ্গে নেই তখন তাঁদের রঞ্জি ট্রফি এবং অন্যান্য ঘরোয়া প্রতিযোগীতায় নিজেদের পরীক্ষা নেওয়া উচিৎ। কিংবদন্তি এই বাম বাতি ব্যাটসম্যান বলেন, "রঞ্জি ট্রফি একটা বিশাল টুর্নামেন্ট এবং আমরা প্রত্যেকেই সেই টুর্নামেন্টে খেলেছি। তাই ঘরোয়া ক্রিকেটে ফিরে ওখানে খেলবে এবং পারফর্ম করবে। ওরা আগেও এই টুর্নামেন্টে খেলেছে ফলে সমস্যা হওয়ার কথা নয়।"

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ফেব্রুয়ারির পরিবর্তে পিছিয়ে গিয়ে শুরু হবে মার্চে। ফলে হাতে এখনও অনেকটা সময় রয়েছে পূজারা-রাহানের। নিজেদের রাজ্যের হয়ে যদি রঞ্জিতে এক বা তার বেশি বড় রান করতে পারেন পূজারা এবং রাহানে তা হলে হারানো আত্মবিশ্বাস আবার ফিরে পাবেন।

করোনার কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেলেও বোর্ড জানিয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রঞ্জি ট্রফি। এলিট গ্রুপের ম্যাচ শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। তার আগে পর্যন্ত চলবে প্লেট গ্রুপের ম্যাচ। রঞ্জিতে নামার জন্য তৈর হচ্ছেন পূজারা, রাহানেরা। মুম্বইয়ের নেটে নিজেকে নতুন করে ফিরে পাওয়ার জন্য যখন লড়াই চালাচ্ছেন অজিঙ্ক রাহানে তখন তাঁর সতীর্থকে রাজকোটে সৌরাষ্ট্রের ক্যাম্পেক ফিটনেস টেস্টে যাওয়ার আগে নেটে নব্বই মিনিট ব্যাটিং করতে দেখা গিয়েছে।

দুই ব্যাটসম্যান নিজেদের রাজ্য ক্রিকেট দলের হয়ে খেলার জন্য অনুশীলন শুরু করে দিয়েছে। আহমেদাবাদে হতে চলা সৌরাষ্ট্র এবং মুম্বই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে যদি এই দুই জন দলে জায়গা পায় তা হলে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামবেন পূজারা এবং রাহানে।

English summary
BCCI President Sourav Ganguly suggests that Ajinkya Rahane and Cheteshwar Pujara should go back to domestic cricket and score lots of runs. That will boost their confidence. He also mentioned ranji is a huge tournament and they should try to bring back the touch.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X