For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচকদের সঙ্গে লড়াই করে কীভাবে শ্রীনাথকে ২০০৩ বিশ্বকাপ দলে নিয়েছিলেন সৌরভ

নির্বাচকদের সঙ্গে লড়াই করে কীভাবে শ্রীনাথকে ২০০৩ বিশ্বকাপ দলে নিয়েছিলেন সৌরভ

  • |
Google Oneindia Bengali News

জাতীয় নির্বাচকদের আচরণে বিরক্ত এবং ক্ষুব্ধ প্রাক্তন পেসার তথা কিংবদন্তি জাভাগাল শ্রীনাথের মান ভাঙিয়েছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৩ সালে সেই অভিমানী সতীর্থকেই বিশ্বকাপ দলে জায়গা দিয়েছিলেন মহারাজ। সেই স্মৃতি রোমন্থন করেছেন শ্রীনাথ নিজে।

ইসরোর রেকর্ড

ইসরোর রেকর্ড

এদিন বুধবার মোট ১০৪টি উপগ্রহ ইসরো মহাকাশে উৎক্ষেপণ করেছে। যার মধ্যে তিনটি ভারতের ও বাকী ১০১টি বিদেশে ছোট উপগ্রহ।[ইসরোর 'স্পেস শাটল' নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই জেনে নিন]

শ্রীনাথের কেরিয়ার

শ্রীনাথের কেরিয়ার

ভারতের হয়ে ৬৭টি টেস্ট, ২২৯টি ওয়ান ডে ম্যাচ খেলা জাভাগাল শ্রীনাথ দুই ফর্ম্যাটে যথাক্রমে ২৩৬ ও ৩১৫টি উইকেট নিয়েছেন। ১৯৯১ সালে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া এই ক্রিকেটার ২০০৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ২০০৩-র বিশ্বকাপ ফাইনালে শেষবার বাইশ গজে দেখা গিয়েছিল শ্রীনাথকে।

পিএসএলভির সফল উৎক্ষেপণ

পিএসএলভির সফল উৎক্ষেপণ

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা 'পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল' বা পিএসএলভি ব্যবহার করে এই উৎক্ষেপণ সম্ভব করেছে। এটি পৃথিবীকে পর্যবেক্ষণের জন্য ৭১৪ কিলোগ্রামের মূল উপগ্রহ ও ১০৩টি 'ন্যানো স্যাটেলাইট' যার সম্মিলিত ওজন ৬৬৪ কিলোগ্রাম তা মহাকাশে নিয়ে গিয়েছে।['ইসরো'র ঐতিহাসিক রেকর্ডকে কুর্নিশ : সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা বিশিষ্টজনেদের ]

২০০২-এর ওয়েস্ট ইন্ডিজ সফর

২০০২-এর ওয়েস্ট ইন্ডিজ সফর

২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। সেই সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল জাভাগাল শ্রীনাথকে। অথচ তিনি ওই সফরে যেতে চেয়েছিলেন বলে জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি। তা সত্ত্বেও নির্বাচকরা তাঁকে বিশ্রাম নিতে বাধ্য করেছিলেন বলে জানিয়েছেন শ্রীনাথ।

অন্য দেশের উপগ্রহ নিয়ে পাড়ি

অন্য দেশের উপগ্রহ নিয়ে পাড়ি

যে 'ন্যানো স্যাটেলাইট'-গুলি নিয়ে যাওয়া হয়েছে তার বেশিরভাগই অন্য দেশের। এর মধ্যে রয়েছে ইজরায়েল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী ও মার্কিন যুক্তরাষ্ট্র।[ইসরোর এই ১০টি সাফল্য গর্বিত করেছে গোটা ভারতকে ]

ইংল্যান্ড সফর

ইংল্যান্ড সফর

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ইংল্যান্ডে ক্রিকেট খেলতে গিয়েছিল টিম ইন্ডিয়া। নাসের হুসেনদের বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচ খেলছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। ওই সিরিজের জন্য মহারাজ তাঁকে জাতীয় দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন পেসার। কিন্তু তিনি এতটাই বিরক্ত এবং হতাশ ছিলেন যে সৌরভের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলেও জানিয়েছেন শ্রীনাথ।

রাশিয়াকে টেক্কা

রাশিয়াকে টেক্কা

এদিন সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে রাশিয়ার রেকর্ড ভেঙে দিল ইসরো। ২০১৪ সালে একবারে ৩৭টি উপগ্রহ একসঙ্গে মহাকাশে উৎক্ষেপণ করেছিল রাশিয়া। তাতে ব্যবহার করা হয়েছিল ইন্টার কন্টিনেন্টাল বালিস্টিক মিসাইল।

বিশ্বকাপ

বিশ্বকাপ

তবে হাল ছাড়ার পাত্র ছিলেন না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। অভিমানী সতীর্থ জাভাগাল শ্রীনাথের নিয়মিত যোগাযোগ রাখছিলেন মহারাজ। ক্ষুব্ধ ফাস্ট বোলারকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছিলেন সৌরভ। কারণ কর্নাটকী পেসারের অভিজ্ঞতা ২০০৩ বিশ্বকাপে কাজে লাগাতে চাইছিলেন মহারাজ। পরে মাথা ঠাণ্ডা হয় শ্রীনাথেরও। অধিনায়ক সৌরভের কথায় তিনি রাজিও হয়ে যান। নিউজিল্যান্ড সফর এবং ২০০৩ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটে শ্রীনাথের।

 নিজের রেকর্ড নিজেই ভাঙল ইসরো

নিজের রেকর্ড নিজেই ভাঙল ইসরো

গতবছরের জুন মাসে ভারত ২০টি উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠিয়ে রেকর্ড গড়েছিল। তার মধ্যে ১৩টি মার্কিন উপগ্রহ ছিল। এবার নিজেদের রেকর্ডই ভেঙে দিল ইসরো।

শ্রীনাথের বিশ্বকাপ

শ্রীনাথের বিশ্বকাপ

আসলে ২০০৩ বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন জাভাগাল শ্রীনাথ। তা জানতেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই নির্বাচকদের সঙ্গে কার্যত লড়াই করেই কর্নাটকী পেসারকে দলে রেখেছিলেন মহারাজ। ওই টুর্নামেন্টের ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়ে অধিনায়কের বিশ্বাসকে মর্যাদা দিয়েছিলেন কিংবদন্তি শ্রীনাথ।

কম খরচে উৎক্ষেপণ

কম খরচে উৎক্ষেপণ

মহাকাশ গবেষণা ও উপগ্রহ উৎক্ষেপণে অনন্য রেকর্ড গড়ে চলেছে ইসরো। ২০১৪ সালে এরকমই এক সফল উপগ্রহ উৎক্ষেপণ করে ভারত যার খরচ হলিউড সিনেমার খরচের থেকেও কম।

ব্যবসাকে তরান্বিত করছে ইসরো

ব্যবসাকে তরান্বিত করছে ইসরো

ব্যবসায়িক কাজে প্রয়োজনীয় উপগ্রহ উৎক্ষেপণ এখনকারদিনে ব্যবসায়িক ক্ষেত্রে বড় প্রয়োজন হয়ে পড়েছে। কারণ মোবাইল, ইন্টারনেট ও বিভিন্ন দেশের অন্য কোম্পানিগুলি হাই-টেক কমিউনিকেশনকে বেশি করে আপন করে নিচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা

মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা

২০১৩ সালে মানবহীন রকেটকে মঙ্গলের কক্ষপথে প্রতিস্থাপন করে ইসরো। যার খরচ ছিল মাত্র ৭৩ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গল অভিযানে খরচ হয়েছিল ৬৭১ মিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতি ও শুক্র অভিযানের পরিকল্পনা

বৃহস্পতি ও শুক্র অভিযানের পরিকল্পনা

এই মুহূর্তে ইসরো বৃহস্পতি ও শুক্র গ্রহে অভিযানের পরিকল্পনা করছে। এদিকে মঙ্গলেও দ্বিতীয় অভিযানের পরিকল্পনা করা হচ্ছে ২০২১-২০২২ সালে। সেবারে লাল গ্রহে রোবট নামানোর পরিকল্পনা রয়েছে।

বেড়েছে বাজেট বরাদ্দ

বেড়েছে বাজেট বরাদ্দ

ইসরোর পরপর সাফল্যে কেন্দ্র সরকার অত্যন্ত সন্তুষ্ট ও গর্বিত। আর সেজন্য আগামী অর্থবর্ষের বাজেটে ২৩ শতাংশ বরাদ্দ ইসরোর বাড়ানো হয়েছে।

ক্রিকেটের প্রতি সুশান্তের এই নিষ্ঠা দেখে মুগ্ধ হয়েছিলেন ধোনিক্রিকেটের প্রতি সুশান্তের এই নিষ্ঠা দেখে মুগ্ধ হয়েছিলেন ধোনি

English summary
Sourav Ganguly returned back Javagal Srinath who was upset with selectors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X