For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুপি চুপি হোটেল থেকে বেরিয়ে করাচির রাস্তায় সৌরভ, খেলেন কাবাবও, তারপর?

চুপি চুপি হোটেল থেকে বেরিয়ে করাচির রাস্তায় সৌরভ, খেলেন কাবাবও, তারপর?

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে জুড়ে থাকা নানা মজাদার ঘটনা ক্রীড়া প্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে থেকেছে বরাবরই। তেমনই এক ঘটনার সঙ্গে যখন জুড়ে যায় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম, তাতে মানুষের আগ্রহ বেড়ে হয় দ্বিগুণ। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সফলতার পাশাপাশি মহারাজের সঙ্গে জুড়ে থাকা বর্ণময় ঘটনাগুলি বরাবরই শিরোনামে থেকেছে। সেরকমই এক ঘটনার কথা উল্লেখ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে।

২০০৪-র পাকিস্তান সফর

২০০৪-র পাকিস্তান সফর

দীর্ঘ কয়েক দশক পর ২০০৪ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায় ভারতীয় ক্রিকেট দল। সেবার ৩-২ ফলে ওয়ান ডে ও ২-১ ফলে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজ জেতে টিম ইন্ডিয়া।

কড়া নিরাপত্তা

কড়া নিরাপত্তা

দীর্ঘদিন পর পাকিস্তানে খেলতে যাওয়া ভারতীয় দলের নিরাপত্তা সেবার নিশ্চিদ্র করা হয়েছিল। এক সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি ও তাঁর দলের সতীর্থরা যখন করাচির এয়ারপোর্ট থেকে বেরিয়ে হোটেলের দিকে যাচ্ছিলেন, তখন গাড়ি থেকে তাঁর নজরে পড়ে নিরাপত্তার বজ্র আঁটুনি। ভারতীয় ক্রিকেট দলের কনভয়কে নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়ার জন্য পথিমধ্যে সব রাস্তা, মোড়, দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। সাধারণ মানুষের পরিবর্তে রাস্তার দখল নিয়েছিলেন পাকিস্তানের সেনা ও নিরাপত্তারক্ষীর জওয়ানরা। ভারতীয় দলের ক্রিকেটারদের যে হোটেলে রাখা হয়েছিল, সেই হোটেলও কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিরক্ত হয়েছিলেন

বিরক্ত হয়েছিলেন

নিরাপত্তার এমন বজ্র আঁটুনিতে তিনি বিরক্ত হয়েছিলেন বলে জানিয়েছেন সেদিনের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানিয়েছেন, তিনি প্রথম দিন হোটেলের ঘর থেকে বেরিয়ে দেখেন তাঁর দরজার সামনে একে ৪৭ নিয়ে দাঁড়িয়ে দুই নিরাপত্তারক্ষীর জওয়ান (টাইগার)। তাঁদের একজনের মুখ দরজার দিকে এবং অন্য জন তাকিয়ে বাইরের দিকে। বিরক্ত হয়ে তখনই হোটেলের ম্যানেজারের কাছে যান সৌরভ। তাঁর ঘরের সামনে থেকে নিরাপত্তারক্ষী সরিয়ে নেওয়ার আবেদন করেছিলেন বিসিসিআই সভাপতি।

কবাব খেতে গিয়ে ধরা পড়েছিলেন

কবাব খেতে গিয়ে ধরা পড়েছিলেন

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, করাচির হোটেলে তাঁদের জন্য বরাদ্দ নিরাপত্তার ঘেরাটোপ চুপিচুপি পেরিয়ে তিনি কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই করাচির রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। হাঁটতে হাঁটতে রাস্তার ধারে এক কাবাবের দোকানে দাঁড়িয়ে পড়েন টিম ইন্ডিয়ার তৎকালীন অধিনায়ক। চেটেপুটে কবাব খাওয়ার সময় তিনি নিরাপত্তারক্ষীদের হাতে ধরাও পড়েছিলেন বলে জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই আচরণের জন্য তাঁকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে বকাও খেতে হয়েছিল বলেও জানিয়েছেন মহারাজ।

English summary
Sourav Ganguly remembers India's tour to Pakistan in 2004
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X