For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঘন্যতম! বিরাটের ভারতের টি ২০ বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সৌরভ

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের আগে আচমকাই বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার ঘোষণাকে ভালোভাবে নেননি বিসিসিআই শীর্ষকর্তারা। ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পরও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার আগে টি ২০ বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে সরব হলেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

(ছবি- সিএবি)

মুখ খুললেন মহারাজ

মুখ খুললেন মহারাজ

একটি অনুষ্ঠানে সাক্ষাতকার দিতে গিয়ে সৌরভ বলেন, সত্যি কথা বলতে গেলে ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফি বা ২০১৯ সালের বিশ্বকাপেও ভারত ভালো খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের কাছে ফাইনালে হেরেছিল, আমি তখন ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলাম। এরপর ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের বিশ্বকাপেও আমরা সব দলকে হারিয়েছি। কিন্তু সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হই। একটা খারাপ দিনে দুই মাসের যাবতীয় ভালো প্রয়াস, পরিশ্রম ধুয়ে গিয়েছিল।

পারফরম্যান্স জঘন্যতম

পারফরম্যান্স জঘন্যতম

এবারের টি ২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স দেখে হতাশ মহারাজ। বোর্ড সভাপতি বলেন, যেভাবে আমরা বিশ্বকাপে খেলেছি তাতে আমি কিছুটা হতাশ। গত চার-পাঁচ বছরে ভারতের এটাই সবচেয়ে জঘন্য পারফরম্যান্স। উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপ খেতাব জয়ের দাবিদার হিসেবে ভারতকে ধরা হয়েছিল টুর্নামেন্ট শুরুর আগে। কিন্তু পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে পরাজয়ের ফলেই ৯ বছরে এই প্রথমবার আইসিসি টুর্নামেন্টের গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হয় ভারতকে।

ব্যর্থতার কারণ

ব্যর্থতার কারণ

বিশ্বকাপে ব্যর্থতার কারণ না বুঝতে পারলেও সৌরভ মনে করেন, এবারের বিশ্বকাপে ক্রিকেটাররা স্বাধীনভাবে খেলতে পারেননি। তিনি বলেন, কখনও কখনও এমনটা হয়ে থাকে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দেখে আমার মনে হয়েছে নিজেদের দক্ষতার ১৫ শতাংশ দিয়ে এই দুটি ম্যাচে গোটা দল খেলেছে। তবে কেন এটা হলো সেই সমস্যাকে সঠিকভাবে চিহ্নিত করাও যাচ্ছে না। তবে আশাবাদী বোর্ড সভাপতির ধারণা, এবারের বিশ্বকাপের পারফরম্যান্স থেকে শিক্ষা নিয়ে ভারত ঘুরে দাঁড়াবে।

আশাবাদী বোর্ড সভাপতি

আশাবাদী বোর্ড সভাপতি

ক্রিকেট এখন অনেক বদলেছে। সৌরভ বলেন, আমাদের সময়ের সঙ্গে এখনকার তফাত এটাই যে, বিশ্ব খেতাব জেতার টুর্নামেন্ট এখন প্রতি বছরই হয়। আগামী আট বছরে আটটি বড় টুর্নামেন্ট রয়েছে। আশা করি, ঘুরে দাঁড়িয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় ভারত ভালো খেলবে। দলে প্রতিভা নিয়ে কোনও সংশয় নেই। ক্রিকেটারদের দক্ষতাও প্রশ্নাতীত। কিন্তু পরিকল্পনার সঠিক প্রয়োগ না ঘটানোতেই বিশ্বকাপে ভারত কাঙ্ক্ষিত পারফরম্যান্স উপহার দিতে পারেনি বলেই মনে করেন দেশের অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক।

English summary
BCCI President Sourav Ganguly Rated India's Performance In The T20 World Cup As Poorest In In Last 4-5 Years. Virat Kohli-Led India Crashed Out In The Super 12 Of T20 WC Last Month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X