For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআই সভাপতি কি পড়িক্কলের মধ্য়ে নিজের ছায়া দেখছেন? প্রশ্নের উত্তরে কী বললেন সৌরভ

বিসিসিআই সভাপতি কি পড়িক্কলের মধ্য়ে নিজের ছায়া দেখছেন? প্রশ্নের উত্তরে কী বললেন সৌরভ

  • |
Google Oneindia Bengali News

সানরাইজার্সের কাছে এলিমিনেটর হেরে আইপিএল ২০২০ থেকে ছিটকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লে অফ পর্বে বিরাটের দলের খারাপ পারফর্ম্যান্স নিয়ে দিনভর চর্চা তুঙ্গে তার মাঝেই আরসিবির তরুণ ওপেনার দেবদূত পড়িক্কলকে নিয়ে সরগরম ভারতীয় ক্রিকেট।

আরসিবির তরুণ ওপেনারের প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়

আরসিবির তরুণ ওপেনারের প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়

চলতি মরসুম আইপিএল মঞ্চে অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে নজরে এসেছিলেন। লিগের শেষ দিকে বড় রান না পেলেও পাঁচটি অর্ধশতরানের মধ্যে দিয়ে নজর কেড়েছেন তরুণ বাঁ-হাতি দেবদূত। তাঁকে নিয়েই এবার প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিসিসিআই সভাপতি কি পড়িক্কলের মধ্য়ে নিজের ছায়া দেখছেন?

বিসিসিআই সভাপতি কি পড়িক্কলের মধ্য়ে নিজের ছায়া দেখছেন?

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেবদূত পড়িক্কলের ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ। বিসিসিআই সভাপতি কি পড়িক্কলের মধ্য়ে নিজের ছায়া দেখছেন? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, 'পড়িক্কল সত্যিই দারুণ প্রতিভা। ওকে যত দেখছি অবাক হচ্ছি। অতীতে কর্ণাটকের হয়ে ওকে ইডেনে ম্যাচ খেলতে দেখেছি। রঞ্জি ট্রফির সেমিফাইনালে কঠিন উইকেটে ওকে ব্যাটিং করতে দেখেছি। ম্যাচে বাংলা কর্ণাটককে হারিয়ে দিয়েছিল। গত বছরের রঞ্জি সেমিফাইনালের সেই ম্যাচে কর্ণাটকের হয়ে একমাত্র দেবদূত পড়িক্কলই রান পেয়েছিল (দ্বিতীয় ইনিংসে ৬২ রান করেন)। লোকেশ রাহুল, করুণ নায়ারদের মাঝেই ম্যাচে তরুণ পড়িক্কল আলাদা করে দাগ কাটতে পারে।'

সৌরভ গঙ্গোপাধ্যায় কী বললেন

সৌরভ গঙ্গোপাধ্যায় কী বললেন

সেই সঙ্গে সৌরভ জুড়েছেন, 'বিশেষ করে দেবদূতের টাইমিংয়ের প্রশংসা করব। ভারতীয় দলে ভবিষ্যতের তারা হয়ে উঠতে পারে পড়িক্কল। ভারতীয় দলে ওপেনিং নিয়ে দারুণ প্রতিযোগিতা রয়েছে। আরসিবি জার্সিতে মরসুমে পড়িক্কল ওপেনার হিসেবে সফল। ওর দিকে ভারত তাকিয়ে থাকবে। শুধু অফ সাইডেই নয়, অন সাইডে ও খেলতে পারে। ওর ক্রিকেট কেরিয়ারের জন্যে অনেক শুভেচ্ছা রইল। '

আইপিএল ২০২০তে পড়িক্কলের রান

আইপিএল ২০২০তে পড়িক্কলের রান

প্রসঙ্গত আইপিএল ২০২০তে দেবদূত পড়িক্কল ১৫ ম্যাচে ৪৭৩ রান হাঁকিয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার হিসেবে মরসুমে পাঁচটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন পড়িক্কল।

English summary
Sourav Ganguly Praises RCB operner Devdutt Padikkal for a successful Ipl 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X