For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অধিনায়ক' হিসেবে লর্ডসে ফিরলেন সৌরভ

ভারতীয় ক্রিকেট বোর্ডের অধিনায়ক হিসেবে লর্ডসে ফিরলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট বোর্ডের অধিনায়ক হিসেবে লর্ডসে ফিরলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা সারতে লন্ডনে করেছেন মহারাজ। বোর্ড সভাপতি হিসবে ইংল্যান্ড সফরে নিজের প্রশাংসনিক দলকে নিয়ে লর্ডসে পৌঁছেছিলেন। সেখানে বোর্ডের সচিব জয় শাহ ও কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমালকে সঙ্গে নিয়ে লর্ডসের ঐতিহাসক মাঠ থেকে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সৌরভ। যা ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মুঠোফোনে ভাইরাল।

কাশ্মীরে ২৫০ জঙ্গি

কাশ্মীরে ২৫০ জঙ্গি

সরকারের অনুমান, কাশ্মীর উপত্যকায় পাকিস্তানের তিনটি জঙ্গি গোষ্ঠীর প্রায় ২৫০ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। সার্জিক্যাল অ্যাটাকের বদলা নিতে তারা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর ছক কষছে।

সৌরভ গাঙ্গুলীর লর্ডস প্রেম

সৌরভ গাঙ্গুলীর লর্ডস প্রেম

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আন্তর্জাতিক টেস্টের হাতেখড়ি ইংল্যান্ডের লর্ডসে হয়েছিল। ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে অভিষেক ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ম্যাচে প্রথম ইনিংসে ৩০১ বল খেলে ২০টি বাউন্ডারি হাঁকিয়ে ১৩১ রান করেছিলেন সৌরভ।

আজ দশমী

আজ দশমী

আজ দশমী। আকাশে-বাতাসে বিষাদের সুর। পুজো শেষে আজ মায়ের বিদায় নেওয়ার পালা। বারোয়ারি নামী পুজোগুলির বিসর্জন আজ না হলেও বাড়ির পুজোর প্রতিমা বিসর্জন আজই। ইতিমধ্যেই গঙ্গা ঘাটে দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সৌরভের জামা ঘোরানো

২০০২ সালে এরপর অধিনায়ক হিসেবে লর্ডসের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল জিতেছিলেন সৌরভ। সেবার ব্রিটিশ বোলিংয়ের বিরুদ্ধে ৩২৬ রান তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ২ উইকেটে থ্রিলার লড়াই জিতে নিয়েছিল ভারতীয় দল। ফ্লিনটপের মুম্বইয়ে এসে জামা ঘোরানোর পাল্টা ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল ম্যাচ জিতে লর্ডসের গ্যালারি থেকে জামা ঘুরিয়েছিলেন মহারাজ।

বালোচ প্রতিবাদ

বালোচ প্রতিবাদ

বালোচ নেতা শাবির বালোচকে পাকিস্তানি বাহিনী তুলে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন বালোচ সমাজকর্মীরা। কোয়েট্টায় পতাকা নিয়ে মিছিল করে, স্লোগান দিয়ে প্রতিবাদ জানান তারা।

বোর্ড প্রেসিডেন্ট হয়ে লর্ডসে এসে সৌরভ যা লিখলেন

সৌরভের লর্ডস স্মৃতিতে জুড়ল আরও একটি পালক। এবার ক্রিকেটার বা জাতীয় দলের অধিনায়ক হিসেবে নয় একেবারে অন্য অবতারে লর্ডসে এসেছেন সৌরভ। দেশের ক্রিকেট প্রশাসনের সর্বময় কর্তা হিসেবে তিনি লর্ডসে এসেছেন। জয় ও অরুণকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করে সৌরভ তাই লিখেছেন, 'মাঠে নয়,মাঠের বাইরের অধিনায়ক হিসেবে লর্ডস আসা।'

হ্যাপি বার্থ ডে বিগ বি

হ্যাপি বার্থ ডে বিগ বি

আজ, অভিনেতা অমিতাভ বচ্চনের ৭৪ তম জন্মদিন। প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিগ বি-র বাড়ির সামনে ভক্তদের ভিড়়।

রাবণের বদলে শরিফ

রাবণের বদলে শরিফ

দশেরা উপলক্ষে অমৃতসরে রাবণের বদলে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পুতুল জ্বালানোর প্রস্তুতি চলছে।

অস্ত্র পুজো

অস্ত্র পুজো

উত্তরপ্রদেশে বিজয়াদশমী উপলক্ষে সস্ত্র পুজোয় ব্যস্ত বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা।

English summary
Sourav Ganguly posts selfie at Lord's says, get back as bcci captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X