For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে কেন পাকিস্তান ম্যাচে এগিয়ে রাখছেন সৌরভ? বেছে নিলেন সেমিফাইনালের সম্ভাব্য চারটি দল

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে কাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান ম্যাচ দিয়ে সুপার টুয়েলভ অভিযান শুরু করছে ভারত। সুপার টুয়েলভ অবশ্য প্রথম থেকেই জমজমাট। গতবার অস্ট্রেলিয়া টি ২০ বিশ্বকাপ জিতেছিল নিউজিল্যান্ডকে হারিয়ে। আজ সিডনিতে অজিদের সামনে ২০১ রানের টার্গেট রেখেছে কিউয়িরা। তবে সুপার টুয়েলভ অভিযান শুরুর আগেই প্রাক্তন বিসিসিআই সভাপতি বেছে নিয়েছেন চার সেমিফাইনালিস্ট।

সৌরভের বিশ্লেষণ

সৌরভের বিশ্লেষণ

গত টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলির ভারত হতশ্রী পারফরম্যান্স করলেও এবার ভারতের খেতাব জয়ের সম্ভাবনা ভালোই রয়েছে বলে মনে করছেন সৌরভ। তিনি বলেছেন, আগে কী হয়েছে তা নিয়ে আলোচনার দরকার নেই। ভারত এবারের টুর্নামেন্ট জেতার ব্যাপারে অন্যতম ফেভারিট। বিশ্বকাপের লড়াই সব সময়ই অন্যরকম। সেই সঙ্গে টি ২০ বিশ্বকাপে অল্প সময়ের মধ্যে ম্যাচের রং বদলে যেতে পারে বলে সৌরভ আরও জানিয়েছেন, আগামী দুই-তিন সপ্তাহ যারা ভালো খেলবে তারাই খেতাব জয়ের দিকে এগিয়ে যেতে পারবে।

পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিট ভারত

সৌরভ কালকের ম্যাচে রোহিতদেরই এগিয়ে রাখছেন। তিনি বলেন, মেলবোর্নের মাঠটা বড়। ভারতীয় দল ফিটনেসের নিরিখেও এগিয়ে রয়েছে। বড় শট খেলার পাশাপাশি এক রানকে দুই রানে রূপান্তরিত করতে পারবে। ভারত কিংবা দুবাইয়ের মাঠ হলে কাউকে এই ম্যাচে এগিয়ে রাখা যেত না। কিন্তু এমসিজি বলে ভারতকে ফেভারিট ধরছি। পাকিস্তান গত টি ২০ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাতে পারবে না বলেই মনে করছেন সৌরভ।

শামিতে আস্থা

শামিতে আস্থা

জসপ্রীত বুমরাহ থাকলে ভারতের বোলিং আক্রমণ সেরাই থাকতো। কিন্তু সৌরভ মনে করেন, মহম্মদ শামিকেও প্রথম থেকেই দলে রাখা উচিত ছিল। শামি ভালো পারফরম্যান্স উপহার দেবেন বলেও আশাবাদী মহারাজ। ঋষভ পন্থ নন, উইকেটকিপার হিসেবে দীনেশ কার্তিককে খেলানো হবে বলে উপলব্ধি সৌরভের। স্পিনার হিসেবে দলে অক্ষর প্যাটেল থাকবেন বলে মনে করছেন তিনি। সূর্যকুমার যাদবের প্রশংসার পাশাপাশি দলের সকলেই নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।

সেমিফাইনালে কারা?

সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল কোন চারটি দল সেমিফাইনালে উঠতে পারে? জবাবে তিনি বলেন, আমি ভারতের সঙ্গেই রাখব দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণ ভালো। সেটা অস্ট্রেলিয়ার মাটিতে ফ্যাক্টর হতে পারে। প্রত্যাশার চাপ সামলে ভারত চ্যাম্পিয়ন হতে পারে বলেও বিশ্বাস করছেন সৌরভ।

English summary
Sourav Ganguly Says India South Africa Australia And England Will Reach T20 World Cup Semi Finals. According To Dada, India Are One Of The Firm Favourites To Win The T20 World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X