For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারতের প্ল্যানিং জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

পরের বছরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আসর।টুর্নামেন্টের জন্য পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সৌরভ।

  • |
Google Oneindia Bengali News

পরের বছরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আসর।টুর্নামেন্টের জন্য পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সৌরভ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারতের প্ল্যানিং জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

এক ইন্টারভিউয়ে সৌরভ বলেছেন, ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেখলে বাংলাদেশ,ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব মিলিয়ে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। আগামী দিনে এই ম্যাচগুলিই বিশ্বকাপের আগে ভারতের প্রস্তুতি ম্যাচ হতে চলেছে।

সৌরভ আরও বলেছেন, সূচি অনুযায়ী এর মাঝে এর বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ নেই। এর মধ্যে টেস্ট ও ওডিআই সিরিজও খেলতে হবে। কম ম্যাচ খেললেও যেকটি ম্যাচ খেলা হবে,সেগুলি থেকেই নিজেদের শক্তি-দুর্বলতাগুলো পরীক্ষা করে নিতে হবে।

তবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতকে নিয়ে আশাবাদী সৌরভ। বিশ্বকাপের আগে কম ম্যাচ পেলেও ২০২০ সালে আইপিএল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন মহারাজ। বিশ্বকাপ টুর্নামেন্টের আগে দেশের মাটিতে এই টুর্নামেন্ট টি-টোয়েন্টি মহারণের সবচেয়ে বড় প্রস্তুতিমঞ্চ বলে মত বিসিসিআই প্রেসিডেন্টের।

প্রসঙ্গত ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণ জিতেছিল মেন ইন ব্লু। এরপর ২০১৪ সালে ফাইনালে উঠেও শ্রীলঙ্কার কাছে হেরে বসে ভারত। ২০১৬ সালে ঘরের মাঠে এরপর সেমিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল।

English summary
Sourav ganguly opens up about t-20 WC plans for india 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X