For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১১ হাজার ক্লাব, নিজের নাম উহ্য রাখলেন সৌরভ! ক্লার্কের উদ্দেশে দাদার বচনও ভীষণ মজার

১১ হাজার ক্লাব, নিজের নাম উহ্য রাখলেন সৌরভ! ক্লার্ককে শোনানো তাঁর উত্তরও ভীষণ মজার।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলি বিশ্বের দ্রুততম ১১ হাজার রানের মালিক হওয়ার মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন ক্রিকেট প্রেমীরা। ঠিক সেই সময়ই কমেন্ট্রি বক্সে বসে ১১ হাজার ক্লাবের সদস্য তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যা করলেন, তাতে আবেগতাড়িত হয়ে পড়েছেন তাঁর ফ্যানরা।

১১ হাজার ক্লাব, নিজের নাম উহ্য রাখলেন সৌরভ! ক্লার্ককে শোনানো তাঁর উত্তরও ভীষণ মজার

এতদিন দ্রুততম ১১ হাজার রানের মালিক ছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (২৭৬ ইনিংস)। তাঁর পরেই ছিলেন অস্ট্রেলিয়ান লেজেন্ড রিকি পন্টিং (২৮৬ ইনিংস)। সেই তালিকায় তৃতীয় স্থানে ছিলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (২৮৮ ইনিংস)। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে (২২২ ইনিংস) দ্রুততম ১১ হাজার রান পূর্ণ করতেই চার নম্বরে নেমে এসেছেন সৌরভ। তাতে এতটুকু বিচলিত না হয়ে বরং 'বাপি বাড়ি যা' ঢঙেই কোহলির ভূয়শী প্রশংসা করেন দাদা। এবং মাইক্রোফোনে বিরাটের সঙ্গে সচিন, পন্টিংয়ের নাম বললেও নিজের নাম উহ্যই রাখেন সৌরভ। এতে তাঁর মহানুভবতা প্রমাণ পেয়েছে বলে দাবি দাদা ভক্তদের।

১১ হাজার ক্লাব, নিজের নাম উহ্য রাখলেন সৌরভ! ক্লার্ককে শোনানো তাঁর উত্তরও ভীষণ মজার

অন্যদিকে, ওই ম্যাচেই ভারতীয় সমর্থকদের উৎসাহ-উন্মাদনা দেখে কমেন্ট্রি বক্সে বসে প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করেন, কেন গ্যালারির একটা অংশে শুধু ভারতের ফ্ল্যাগ-জার্সি নজরে পড়ছে। এরপর নিজস্ব ঢঙে দেওয়া দাদার উত্তরে মজা পেয়েছেন ভারতের ক্রিকেট প্রেমীরা। মশকরার ছলে সৌরভ বলেছেন, গ্যালারির ওই অংশে হয়তো টিকিটের দাম বেশি।

English summary
Sourav Ganguly omit his name from 11000 club after Virat get it as fastest.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X