For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাব্বায় ভারতের সর্বোচ্চ টেস্ট স্কোর কত? তাতে কীভাবে জুড়ে রয়েছে সৌরভের নাম?

গাব্বায় ভারতের সর্বোচ্চ টেস্ট স্কোর কত? তাতে কীভাবে জুড়ে রয়েছে সৌরভের নাম?

  • |
Google Oneindia Bengali News

ব্রিসবেনে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মোটা রান তুলে, ভারতের দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়ে, টিম পেইনের দল যে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে, তা অনায়াসে বলে দেওয়া যায়। তবে টিম ইন্ডিয়াও যে সহজে হাল ছাড়বে না, তা নিশ্চিত। বৃষ্টিতে ভেস্তে যাওয়া গাব্বা টেস্টের দ্বিতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন টিম ইন্ডিয়ার কার্যনির্বাহী অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারা। তাঁদের সামনে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে টপকে যাওয়ার পাশাপাশি দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলকে ছাপিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। কী সেই নজির, তা দেখে নেওয়া যাক।

২০০৩ সালে সর্বোচ্চ

২০০৩ সালে সর্বোচ্চ

২০০৩ সালের ডিসেম্বরে ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের প্রথম ইনিংসে ৩২৩ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে অধিনায়ক সৌরভের ১৪৪ রানের ঝকঝকে ইনিংসের সৌজন্যে ৪০৯-তে পৌঁছেছিল ভারত। সেটাই এই মাঠে ভারতের সেরা টেস্ট স্কোর।

দ্বিতীয় সর্বোচ্চ

দ্বিতীয় সর্বোচ্চ

২০০৩ সালের পর আরও একবার গাব্বায় ভারতের টেস্ট স্কোর ৪০০-এর গণ্ডি পেরিয়েছিল। ২০১৪ সালে ওপেনার মুরলী বিজয়ের ১৪৪ রানের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৮ রান তুলেছিল টিম ইন্ডিয়া।

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৩৬৯ রনে শেষ হয়েছে অস্ট্রেলিয়া। জবাবে ভারতের শুরুটা ততটা ভাল হয়নি। ১৫ বলে ৭ রান করে আউট হয়ে গিয়েছেন ওপেনার শুভমান গিল। দলের দ্বিতীয় ওপেনার রোহিত শর্মা ৪৪ রান করে সাজঘরে ফিরে গিয়েছেন। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৬২। ৮ রানে ব্যাট করছেন চেতেশ্বর পূজরা। ২ রানে খেলছেন অজিঙ্ক রাহানে।

তৃতীয় দিন কী হয়

তৃতীয় দিন কী হয়

ব্রিসবেন টেস্ট জয় কিংবা নেহাতই ড্র-এর আশা জিইয়ে রাখতে হলে মাটি কামড়ে পড়ে থেকে দুর্দান্ত ব্যাটিং করতে হবে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাটে ভর করে যেভাবে কামব্যাক করেছিল ভারত, রাহানে এবং পূজারার কাছ থেকে তেমনই লড়াই আশা করেন ক্রিকেট প্রেমীরা।

English summary
Sourav Ganguly led Team India has the highest score in Gabba
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X