For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ায় সফর নিয়ে অধিনায়ক বিরাটকে কড়া বার্তা বোর্ড সভাপতি সৌরভের

অস্ট্রেলিয়ায় সফর নিয়ে অধিনায়ক বিরাটকে কড়া বার্তা বোর্ড সভাপতি সৌরভের

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার কাছ থেকে সাফল্য আশা করে অধিনায়ক বিরাট কোহলিকে কার্যত কড়া বার্তা দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সাফ জানিয়েছেন, কেবল ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে চিড়ে ভিজবে না। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশের জ্বালা জুড়াতে অজিদের তাদের মাটিতে যে মাত করতেই হবে, বিরাটকে তা বুঝিয়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি। ঠিক কী বলেছেন মহারাজ, তা জেনে নেওয়া যাক।

দলগত পারফরম্যান্স চান সৌরভ

দলগত পারফরম্যান্স চান সৌরভ

করোনা ভাইরাসের জেরে লকডাউন চলাকালীন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা বলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়া সফরে বিরাটের কাছ থেকে দলগত পারফরম্যান্স চেয়েছেন মহারাজ। সাফ জানিয়েছেন, কেবল ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে চিড়ে ভিজবে না। নিউজিল্যান্ডের মাটিতে ব্যর্থতার জ্বালা জুড়াতে অজিদের তাদের মাটিতে যে মাত করতেই হবে, তা টিম ইন্ডিয়ার অধিনায়ককে বুঝিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি।

অস্ট্রেলিয়া সফর কঠিন হবে

অস্ট্রেলিয়া সফর কঠিন হবে

২০১৮ সালে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ২-১ ফলে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস রচনা করেছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। কিন্তু সেই সিরিজে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের অনুপস্থিতির পূর্ণ সুযোগ ভারত পেয়েছিল বলে বিশ্বাস করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেকথা মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। তাই বিরাটকে তাঁর বার্তা, এবারের অস্ট্রেলিয়া সফর কিন্তু সহজ হবে না। কারণ এবার পুরো দল নিয়ে টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষা করবে অজি শিবির।

ভারত যথেষ্ট শক্তিশালী

ভারত যথেষ্ট শক্তিশালী

বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানের মতো ব্যাটসম্যানদের পাশাপাশি জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ইশান্ত শর্মার মতো বোলারদের উপস্থিতিতে ভারতীয় দলের সামঞ্জস্য দুর্দান্ত বলে মনে করেন বিসিসিআই সভাপতি। প্রত্যেককে নিজেদের সেরাটা দিতে হবে বলে মনে করেন মহারাজ। দলের প্রত্যেক ক্রিকেটারকে ফিট থাকারও পরামর্শ দিয়েছেন বিসিসিআই সভাপতি।

দীর্ঘদিন ক্রিকেটের বাইরে বিরাটরা

দীর্ঘদিন ক্রিকেটের বাইরে বিরাটরা

করোনা ভাইরাসের জেরে প্রায় পাঁচ ধরে বন্ধ রয়েছে ক্রিকেট। আগামী এক কিংবা দুই মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা, তারও কোনও নিশ্চয়তা নেই। কার্যত ছয় কিংবা সাত মাসের জড়তা ক্রিকেটারদের ফিটনেসে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়া সফরকে মাথায় রেখে বিরাট কোহলিদের নিজ নিজ বাড়িতে নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন বিসিসিআই সভাপতি।

কোয়ারেন্টাইন নিয়ে বললেন সৌরভ

কোয়ারেন্টাইন নিয়ে বললেন সৌরভ

ডিসেম্বরে যে ভারত অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে, সে ব্যাপারে নিশ্চিত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে করোনা ভাইরাসের আবহে স্টিভ স্মিথদের দেশে বিরাট কোহলিদের কোয়ারেন্টাইনের দিন সংখ্যা কম হোক, সেই আশাই রাখেন মহারাজ।

 যুদ্ধকালীন তৎপরতায় কবে থেকে ইডেনে শুরু হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় কবে থেকে ইডেনে শুরু হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারের কাজ

English summary
Sourav Ganguly gives message to Virat Kohli, need good result in Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X