For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Sourav Ganguly Exclusive: বিরাট কোহলির পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়, সমর্থন সানিকে

Google Oneindia Bengali News

বিরাট কোহলির দুঃসময় অব্যাহত। নেটে নিরলস অনুশীলন চালাচ্ছেন। কিন্তু মাঠে নেমে সারছে না পুরানো রোগ। ইংল্যান্ড সফর শেষে আপাতত কোহলি ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। তার আগে বিরাটকে লন্ডনে কীর্তনের আসরেও দেখা গিয়েছিল। মানসিক ক্লান্তি ও চাপ দূর করতেই তিনি এমনটা করেছিলেন বলে অভিমত অনেকের। এই পরিস্থিতিতে কোহলির পাশেই দাঁড়ালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিরাটের পাশে সৌরভ

বিরাটের পাশে সৌরভ

বিরাট কোহলি লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে একইভাবে আউট হয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিরাটের কী করণীয় সেই প্রশ্নের উত্তরে বলেন, "বিরাট অনেক দিন ধরে খেলছে। ফলে ফর্মের উপর-নীচ হয়। আশা করি কোহলি ফর্মে ফিরবে। এত বড় প্লেয়ার, এত রান করেছে এতদিন ধরে। সেটা খুব তাড়াতাড়ি চলে যায় না।" যা পরিস্থিতি তাতে বিরাট কোহিলর ব্যাটে শতরানের খরা ১ হাজার দিন পূর্ণ করবে শীঘ্রই। সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরে বিরাট লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৩৩ ও ৬৭ রান করেন। এজবাস্টন টেস্টে করেন ১১ ও ২০। দুটি টি ২০ আন্তর্জাতিকে তাঁর রান যথাক্রমে ১ ও ১১। একদিনের সিরিজে প্রথম ম্যাচ কুঁচকির চোটের কারণে খেলতে পারেননি। শেষ দুটি একদিনের আন্তর্জাতিকে বিরাটের সংগ্রহ ১৬ ও ১৭।

সুনীলের দাওয়াই

সম্প্রতি সুনীল গাভাসকর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বিরাটের অফ স্টাম্পের বল খেলায় যে সমস্যা হচ্ছে সেই ত্রুটি সংশোধনে তিনি ২০ মিনিট সময় চান। এতে বিরাট লাভবান হবেন বলেও মন্তব্য করেন সানি। যখন কেউ ফর্মে থাকেন না, তখন দ্রুত রানে ফিরতে ওই ব্যাটার সব বলেই শট খেলতে যান। যেটা ছাড়ার সেটাতেও। সেভাবেই বিরাট বারবার অফ স্টাম্প বা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে বোলারদের ফাঁদে পা দিয়ে ফেলছেন। তবে গাভাসকর বিরাটের পাশে থেকে বলেন যে, কোহলি যে পর্যায়ের ক্রিকেটার, এত বছর ধরে প্রচুর রান করেছেন, ৭০টি আন্তর্জাতিক শতরান বিভিন্ন কন্ডিশনে খেলেই পেয়েছেন। তাতে ব্যর্থ হলেও তাঁর সুযোগ প্রাপ্য। ভারতে ৩২-৩৩ বছর হলেই ক্রিকেটারদের ছেঁটে ফেলার যে দাবি ওঠে তাকেও সমর্থন করেননি গাভাসকর।

সানিকে সমর্থন দাদার

গাভাসকরের এই মন্তব্য প্রসঙ্গে সৌরভ ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, "আমি মিস্টার গাভাসকরের মন্তব্য শুনেছি। বিরাটকেই ফর্মে ফিরতে হবে। অনেকে অনেক কথা বলবেন, উপদেশ দেবেন, সমালোচনা হবে। এ সবই খেলার অঙ্গে। তবে আবারও বলছি, কীভাবে রান করতে হয় তা বিরাট জানে। তা না হলে এত রান করতে পারতো না। ভালো ফর্মে নিজেকেই ফিরতেই হবে। সেই রাস্তাও বিরাটকেই ঠিক করতে হবে।"

ঘুরে দাঁড়ানোর টিপস

ঘুরে দাঁড়ানোর টিপস

সৌরভ গঙ্গোপাধ্যায় সকলের কাছেই কামব্যাকের বড় অনুপ্রেরণা। মাঝেমধ্যে তাঁকেও সমালোচিত হতে হয়। কিছুটা খারাপ লাগা যে থাকে না তা নয়। ক্রিকেটারই হোন বা যে কেউ, সমালোচনার মুখে কীভাবে নিজের লক্ষ্যে অবিচল থাকতে হয় সেই প্রসঙ্গেও সৌরভ এক দারুণ টিপস দিয়েছেন। বিরাট কোহলির প্রসঙ্গে কথা বলার ফাঁকেই সৌরভ বলেন, উঁচু লেভেলে সমালোচনা থাকবেই। তবে সে সবে কান দেওয়ার দরকার নেই। নিজের খেলা নিয়ে ব্যস্ত থাকলেই হবে।

English summary
Sourav Ganguly Exclusive: BCCI President Backs Virat Kohli Endorsing Sunil Gavaskar's Comments. According To Ganguly, Kohli Needs To Find The Way And Has The Capabilities To Get Form Back In Style.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X