For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ দাদাগিরির সরস্বতী পুজো পর্বে সামলাবেন বিরাট চ্যালেঞ্জ! ওড়ালেন কোহলিকে নিয়ে গুজব

  • |
Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে। এরই মধ্যে কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে যে, বিরাট কোহলি নিজ থেকে টেস্ট অধিনায়কত্ব না ছাড়লে তাঁকে বোর্ডই সরিয়ে দিত। এমনকী খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে নাকি চেয়েছিলেন বিরাটকে শোকজের চিঠি পাঠাতে।

সংঘাতের আবহ

সংঘাতের আবহ

দক্ষিণ আফ্রিকা সফরে রওনা আগে বিরাট কোহলি সাংবাদিক বৈঠকে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তিনি বলেছিলেন, টি ২০ অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে তাঁকে কেউই অনুরোধ করেননি। অথচ তার আগে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি নিজে বিরাটকে এমন অনুরোধ করেছিলেন। কিন্তু বিরাট নিজের সিদ্ধান্তে অনড় থাকায় নির্বাচকরা সাদা বলের ক্রিকেটে দুই অধিনায়ক রাখতে চাননি। সে কারণেই রোহিতকে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। একদিনের ক্যাপ্টেন্সি থেকে সরানোর ধরন নিয়েও বিরাট ক্ষুব্ধ বলে জানা গিয়েছিল। এরপর সৌরভকে কার্যত মিথ্যাবাদী প্রতিপন্ন করার যে প্রয়াস বিরাট চালিয়েছিলেন তাকে মোটেই ভালোভাবে নেয়নি বিসিসিআই।

সৌরভের পাশেই বোর্ডকর্তারা

সৌরভের পাশেই বোর্ডকর্তারা

সৌরভের পাশে থেকে বোর্ডকর্তারা ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, সৌরভের বক্তব্যের সমর্থনে পর্যাপ্ত প্রমাণ তাঁদের হাতে রয়েছে। যেভাবে বোর্ড সভাপতির সঙ্গে অধিনায়ক থাকা অবস্থায় বিরাট সংঘাতে জড়ান তা নজিরবিহীনও বটে। তবে বোর্ডকর্তারা এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। সৌরভও জানিয়েছিলেন, বিষয়টি বোর্ডের ব্যাপার, বোর্ডই সামলে নেবে। তবে বিসিসিআইয়ের মধ্যে স্প্লিট ক্যাপ্টেন্সি নিয়ে বিরোধিতাও রয়েছে। তাঁদের যুক্তি তিন ফরম্যাটেই একজন অধিনায়ক থাকুন। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দেন বিরাট। পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনার মধ্যেই জানা যায়, বিরাট নিজে না ছাড়লে তাঁকে সরে যেতে বলত বিসিসিআই। যদিও বোর্ডের পদাধিকারী এমন দাবি প্রকাশ্যে করেননি। বরং বোর্ডের তরফে বলা হয় বিরাট যতদিন পারেন টেস্ট ক্যাপ্টেন থাকুন, এমনটাই চেয়েছিল বিসিসিআই।

গুজব ওড়ালেন সৌরভ

গুজব ওড়ালেন সৌরভ

বিরাট টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করতেই সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহকে আক্রমণ করা হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁদের জন্যই বিরাটের এই সিদ্ধান্ত বলে সরব হন নেটাগরিকরা। তবে সৌরভ নিজে টুইটে দাবি করেন, এটা বিরাটের ব্যক্তিগত সিদ্ধান্ত। সৌরভ বলেন, বিরাটের অধিনায়কত্বে তিন ফরম্যাটেই ভারতীয় ক্রিকেটের দ্রুত উন্নতি ঘটেছে। তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তকে বোর্ড সম্মান করে। ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কোহলির মতো গ্রেট প্লেয়ার ভবিষ্যতে আরও ভালো খেলবেন বলেও আশা প্রকাশ করেন সৌরভ। এরই মধ্যে জানা যায়, বিরাট যে বিতর্কে জড়িয়েছেন সে কারণে তাঁকে শোকজ করতে চেয়েছিলেন সৌরভ। তবে বিসিসিআই সভাপতি সেই খবরকে ভিত্তিহীন বলে দাবি করে জানিয়েছেন, এটা সত্যি নয়।

দাদাগিরিতে দুরন্ত

দাদাগিরিতে দুরন্ত

সৌরভ গঙ্গোপাধ্যায় করোনামুক্ত হওয়ার পর দাদাগিরির শ্যুটিং ফ্লোরে ঝড় তুলেছেন। সেরে ফেললেন সরস্বতী পুজোর বিশেষ পর্ব। হলুদ পাঞ্জাবি পরিহিত মহারাজের লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সৌরভ নিজে উপভোগ করেন শিশুদের সঙ্গে কাটানো বিভিন্ন পর্ব। সরস্বতী পুজোর বিশেষ পর্বেও শিশুদের নানা বাউন্সার সাবলীলভাবেই সামলেছেন সৌরভ। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই পর্বটি সবচেয়ে আকর্ষণীয়ও হতে চলেছে।

ছবি- ফেসবুক

English summary
Sourav Ganguly Denies The Reports Of Him Wanting To Send Show Cause Notice To Virat Kohli. Ganguly Recently Hailed Virat's Captaincy Tenure.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X