For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই প্রজন্মের কোন তিন তারকাকে নিজের ২০০৩ বিশ্বকাপ দলে নিতেন সৌরভ?

এই প্রজন্মের কোন তিন ক্রিকেটারকে ভারতের ২০০৩ বিশ্বকাপ দলে নিতেন সৌরভ?

  • |
Google Oneindia Bengali News

#DadaOpensWithMayank অনুষ্ঠানে টিম ইন্ডিয়া ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে কথোপকথনে নানা প্রশ্নের উত্তর দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তার মধ্যে এই প্রজন্মের তিন ভারতীয় ক্রিকেটারের নাম বললেন মহারাজ, যাঁরা তাঁর ২০০৩ বিশ্বকাপ দলে সুযোগ পেলেও পেতে পারতেন। কাঁদের কথা বললেন বিসিসিআই সভাপতি, দেখে নেওয়া যাক।

#DadaOpensWithMayank

#DadaOpensWithMayank

৭ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮তম জন্মদিন পালন করতে মুখিয়ে রয়েছে দেশ। তার আগে বিসিসিআই টিভিতে টিম ইন্ডিয়ার ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বোর্ড সভাপতি। সেখানে নেটিজেনদেরও নানা প্রশ্নের জবাব দিয়েছেন মহারাজ। তার মধ্যে এই প্রজন্মের তিন ভারতীয় ক্রিকেটারের নাম বললেন মহারাজ, যাঁরা তাঁর ২০০৩ বিশ্বকাপ দলে সুযোগ পেলেও পেতে পারতেন।

বিরাট কোহলি

বিরাট কোহলি

২০১৯ সালের বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া বিরাট কোহলি এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন। খুব স্বাভাবিক ভাবেই তাঁকে ২০০৩ সালের বিশ্বকাপ দলে নিতে চেয়েছেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাটকে মিডিল অর্ডারে ব্যাট করতে পাঠাবেন সৌরভ।

রোহিত শর্মা

রোহিত শর্মা

২০১৯ বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। তাঁকে ২০০৩ বিশ্বকাপ দলে রাখতে চান অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে রোহিতকে ওপেনে নামাতে চান না মহারাজ। হিটম্যানকেও মিডিল অর্ডারে পাঠাতে চান বিসিসিআই সভাপতি।

জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহ

২০০৩ বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। পিচে বাউন্স এবং সুইং থাকাবেই। তাই দলে জসপ্রীত বুমরার মতো সুইং সম্বৃদ্ধ বোলারকে রাখতে চান অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুমরাহ সফল হবে বলেই বিশ্বাস করেন মহারাজ।

কত নম্বরে নামবেন সৌরভ

কত নম্বরে নামবেন সৌরভ

ওপেনিং স্লট বীরেন্দ্র শেহওয়াগ এবং সচিন তেন্ডুলকরের জন্য ছেড়ে দিয়ে নিজে তিন নম্বরে ব্যাট করতে নামবেন বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যেমনটা ২০০৩ সালে তিনি করেছিলেন।

দু'বছরে ৪২ বারের ব্যর্থতা শেষে সফল হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদু'বছরে ৪২ বারের ব্যর্থতা শেষে সফল হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

English summary
Sourav Ganguly choose three cricketers of 2019 World Cup team who represent 2003 World Cup team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X