For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ সরস্বতী পুজোয় অঞ্জলি দিলেন ডোনার স্কুলে, মহিলাদের প্রিমিয়ার লিগ ও বায়োপিক নিয়ে কী বলছেন?

সৌরভ গঙ্গোপাধ্যায় সরস্বতী পুজো কাটাচ্ছেন বেহালার বাড়িতেই। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরিতে গিয়ে এদিন অঞ্জলি দেন। সাংবাদিকদের সামনে মুখ খুললেন বায়োপিক ও মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে।

  • |
Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায় এবারও সরস্বতী পুজোয় অঞ্জলি দিলেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যশিক্ষার প্রতিষ্ঠান দীক্ষামঞ্জরিতে। গতকালই তিনি মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন। তাঁর বায়োপিকের চিত্রনাট্য তৈরির প্রক্রিয়া চলছে। ছবিটি যে প্রযোজনা সংস্থা বানাবে তার কর্তাদের সঙ্গে আলোচনা সারতেই মুম্বই গিয়েছিলেন প্রাক্তন বোর্ড সভাপতি।

সরস্বতী পুজোয় সৌরভ

সরস্বতী পুজোয় সৌরভ

সৌরভ নিজে সরস্বতী পুজো কলকাতায় কাটাতেই পছন্দ করেন। এবারও সকাল সকাল তিনি অঞ্জলি দেন। অনুরাগীদের নানা আবদারও মেটান। দীক্ষামঞ্জরির পুজোটি হয় বেহালায় ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই। সৌরভের সঙ্গেই অঞ্জলি দেন ডোনার মা স্বপ্না রায়, প্রাক্তন বোর্ড সভাপতির আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য এবং দীক্ষামঞ্জরির শিক্ষার্থীরা। সৌরভ বলেন, বছর ২৫ ধরে এই পুজো হচ্ছে। সানার জন্যই পুজো। তবে ও থাকে না। উল্লেখ্য, সৌরভ-কন্যা সানা এখন উচ্চশিক্ষার জন্য লন্ডনে। স্বাভাবিকভাবেই পুজোর দিনে সৌরভের কিছুটা হলেও মন খারাপ।

উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে

উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়ে

এরপর সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। সকলকে ভোগ প্রসাদ খেয়ে যাওয়ার অনুরোধও করেন। উঠে আসে মহিলাদের আইপিএলের প্রসঙ্গ। গতকালই উইমেন্স প্রিমিয়ার লিগে পাঁচটি দল চূড়ান্ত হয়েছে। এই টুর্নামেন্টটি আয়োজনের প্রক্রিয়া শুরু হয়েছিল সৌরভ বিসিসিআইয়ের সভাপতি থাকাকালীনই। স্বাভাবিকভাবেই তা দিনের আলো দেখতে চলায় খুশি মহারাজ। তিনি বলেন, আমি সভাপতি ছিলাম, বোর্ড সচিব জয় শাহ-সহ অনেকেই মহিলাদের আইপিএল আয়োজনের উদ্যোগ নিই। সেটাই বাস্তবায়িত হতে চলেছে। উইমেন্স প্রিমিয়ার লিগ মহিলাদের ক্রিকেট তো বটেই ভারতীয় ক্রিকেটের পক্ষেও বিরাট ব্যাপার।

ভবিষ্যতে থাকবে কলকাতার দল

ভবিষ্যতে থাকবে কলকাতার দল

উইমেন্স প্রিমিয়ার লিগে আমেদাবাদ, দিল্লি, মুম্বই, লখনউ ও বেঙ্গালুরুর দল থাকলেও নেই কলকাতার। তবে সৌরভ মনে করেন, উইমেন্স প্রিমিয়ার লিগ আগামী দিনে এই পাঁচটি দলেই সীমাবদ্ধ থাকবে না। এবার কলকাতা বিড করেছিল, কিন্তু বিড প্রক্রিয়ায় হেরে গিয়েছে, সেটা হতেই পারে। তবে ভবিষ্যতে উইমেন্স প্রিমিয়ার লিগে দল বাড়বে। তখন কলকাতার দল থাকবে বলেও আশাবাদী মহারাজ। তাঁর কথায়, আইপিএলও যখন শুরু হয়েছিল তখন এতটা বড় ছিল না। তেমনটা হতেই পারে উইমেন্স প্রিমিয়ার লিগের ক্ষেত্রে।

বায়োপিক প্রসঙ্গে

সৌরভ তাঁর বায়োপিক তৈরি প্রসঙ্গে বলেন, পরিকল্পনা চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি। এমনকী কে অভিনয় করবেন সেটাও এখনও ঠিক হয়নি বলেই জানান বোর্ড সভাপতি। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ভারতের অধিনায়কত্ব করার পাশাপাশি বিসিসিআইয়ের সভাপতিও ছিলেন মহারাজ। তাঁর বর্ণময় জীবনের কোন অধ্যায়গুলি রাখা হবে, ছবির দৈর্ঘ্য কতটা হবে সে বিষয়ে সৌরভ নিজেও নানা পরিকল্পনার কথা জানিয়েছেন। যাতে ছবির গল্প টানটান থাকে। চিত্রনাট্য তৈরির কাজ নিজেও তত্ত্বাবধান করছেন মহারাজ। এদিকে, কাল থেকে ভারত-নিউজিল্যান্ড টি ২০ সিরিজ শুরু রাঁচিতে। ভারত চলতি বছর শ্রীলঙ্কাকে টি ২০ সিরিজে হারিয়েছে। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করেছে। ভারতকে ভালো দল হিসেবে অভিহিত করে আসন্ন সিরিজেও ভালো ফলেরই প্রত্যাশা করছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

English summary
Sourav Ganguly Attends Saraswati Puja At Wife Dona Ganguly's Dance School Dikshamanjari. Former BCCI President Opines WPL Will Be Bigger In Coming Years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X