For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপরিবারে হোম কোয়ারেন্টাইনে সৌরভ, হাসপাতালে মহারাজের অতি প্রিয়জন

সপরিবারে হোম কোয়ারেন্টাইনে সৌরভ, হাসপাতালে মহারাজের অতি প্রিয়জন

  • |
Google Oneindia Bengali News

প্রথমবারের খবর গুজব বলে উড়িয়ে দেওয়া হলেও, এবার আর নিস্তার নেই। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় যে এবার সত্যিই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত। এর জেরে সপরিবারে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে। হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকেও।

করোনা আক্রান্ত স্নেহাশিস

করোনা আক্রান্ত স্নেহাশিস

গত জুন মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বউদি। এবার মহারাজের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের শরীরেও মারণ ভাইরাস বাসা বেঁধেছে বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-এর তরফে জানানো হয়েছে। তাদের বক্তব্য, বেশকিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন সচিব স্নেহাশিস। তাঁর করোনা টেস্ট করা হয়েছিল। ফলাফল পজিটিভ এসেছে বলে সিএবি-এর তরফে জানানো হয়েছে।

হাসপাতালে ভর্তি স্নেহাশিস

হাসপাতালে ভর্তি স্নেহাশিস

এক মাস আগে স্ত্রীর সঙ্গে তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমন খবর উড়িয়ে দিয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজে। আক্রান্ত স্ত্রী, শ্বশুর এবং শাশুড়িকে মোমিনপুরের বাড়িতে রেখে বেহালার পৈতৃক বাড়িতে চলে এসেছিলেন সিএবি সচিব। করোনায় সংক্রামিত স্নেহাশিসকে সেই বাড়ি থেকে দক্ষিণ কলকাতার বেল ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে। এই খবরে রাজ্যের ক্রিকেট মহলে আতঙ্কের আবহ তৈরি হয়েছে।

হোম কোয়ারেন্টাইনে সৌরভ

হোম কোয়ারেন্টাইনে সৌরভ

দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ভাই তথা ভারতীয় ক্রিকেটের 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়কে নির্ধারিত স্বাস্থ্য বিধি মেনে বেহালার পৈতৃক বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে প্রশাসন। মহারাজের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মেয়ে সানা এবং মাকেও বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে সিএবি-এর তরফে জানানো হয়েছে।

সিএবি-তে করোনা থাবা

সিএবি-তে করোনা থাবা

সচিব স্নেহাশিসের আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-এর সিনিয়র নির্বাচক তথা প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেন শর্মা। রাজ্যের এক সিনিয়র আম্পায়ারের শরীরেও মিলিছে মারণ ভাইরাস। আর সে কারণেই নিজেও হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বের ২১৩টি দেশের প্রায় ১৩ কোটি ৭০ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচ লক্ষ নব্বই হাজার মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ লক্ষ ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ২৫ হাজার মানুষের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩৩ হাজার। প্রাণ হারিয়েছেন প্রায় এক হাজার মানুষ।

English summary
Sourav Ganguly and family in home quarantine as his brother tests positive for COVID-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X