For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিংয়ে নামলেন সৌরভ, দলীপ ট্রফি ফেরাতে দাদা'র পত্রবোমা

বোর্ডের বদন্যতায় বাদ পড়তে চলেছিল দলীপ ট্রফি। কিন্তু গোটা বিষয়টা করা হয়েছিল সৌরভকে অন্ধকারে রেখে। আর তাতেই বেজায় চটেছেন মহারাজ। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

দিন কয়েক আগে বোর্ডের পক্ষ থেকে সম্প্রতি ভারতের যে ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে তাতে ৫৬ বছরের পুরোন দলীপ ট্রফির জন্য কোনও জায়গা দিতে পারেনি ভারতীয় বোর্ড। এর পরই সমালোচনার ঝড় উঠেছিল ক্রিকেট মহলে।

[আরও পড়ুন:কাউন্টি অভিষেকেও কামাল অশ্বিনের, ইংলিশ ক্রিকেটে বাজিমাত ভারতীয়র][আরও পড়ুন:কাউন্টি অভিষেকেও কামাল অশ্বিনের, ইংলিশ ক্রিকেটে বাজিমাত ভারতীয়র]

টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও সৌরভকে না জানিয়েই দলীপ ট্রফি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল বোর্ড। খবর প্রকাশ্যে আসতেই বেজায় চটে যান সৌরভ, যার ব্যাখ্যা চেয়ে চিঠিও দেন সৌরভ। শেষ পর্যন্ত আদালত নিযুক্ত প্রশাসক কমিটির (সিওএ) মধ্যস্থতায় মাথা নোয়াতে হল বোর্ডকে। সৌরভের চিঠি দেওয়ার দিনই ফেরাতে হল দলীপ ট্রফিকে।

রিংয়ে নামলেন সৌরভ, দলীপ ট্রফি ফেরাতে দাদা'র পত্রবোমা

কার্যত চেয়ারম্যান সৌরভের উপস্থিতিতে টেকনিক্যাল কমিটির বৈঠকে হওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েই বোর্ড দলীপ ট্রফি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছিল। এটা কী ভাবে করা হল, তার ব্যাখ্যা চেয়ে সৌরভ পত্রাঘাত করেন বোর্ডকে। সেই চিঠি পাওয়ার পরেই এ দিন সিওএ সদস্য ডায়ানা এডুলজি বলে দেন, 'আমরা বোর্ডকে জানিয়ে দিয়েছি, যাতে দলীপ ট্রফি হয়, তার ব্যবস্থা করতে।'

চলতি মাসের প্রথম সপ্তাহে কলকাতায় টেকনিক্যাল কমিটির বৈঠকে ঠিক হয়েছিল এ বারও দলীপ ট্রফি হবে গত বারের মতো গোলাপি বলে। কার্যকরী বোর্ড সচিব অমিতাভ চৌধুরী সাংবাদিকদের তা জানিয়েও দেন। কিন্তু বোর্ড ঘরোয়া ক্রিকেটের যে প্রাথমিক সূচি তৈরি করে, তাতে দলীপ ট্রফি ছিল না। এতেই বিস্মিত হন সৌরভ। মঙ্গলবার সিএবি-তে দাঁড়িয়ে তিনি বলেন, 'মিডিয়া থেকে জানতে পারি, দলীপ ট্রফি নাকি এ বার হচ্ছে না। অথচ টেকনিক্যাল কমিটির সভায় কবে, কোথায় এই টুর্নামেন্ট হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছিল। সব ঠিক হয়ে যাওয়ার পরেও কী করে দলীপ ট্রফি বাদ দিয়ে দেওয়া হল বুঝতে পারছি না। সেটাই জানতে চেয়েছি আমি।'

এবার যেরকম আন্তর্জাতিক ক্রিকেটের চাপ আছে তাতে ভারতীয় দল এমনকি ভারতীয় এ দলের খেলোয়াড়দেরও ঘরোয়া টুর্নামেন্টে খেলার সময় হবে না এমনটাই ভেবে নিয়েছিল বিসিসিআই। একবার বছর দুয়েক আগেও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছিল দলীপ ট্রফি। কিন্তু ২০১৯ বিশ্বকাপ সামনে এগিয়ে আসছে, সেক্ষেত্রে ঘরোয়া টুর্নামেন্টগুলো ঠিক করে না হলে কী করে ঘরোয়া ক্রিকেটারদের মান পরীক্ষা করতে পারবেন এই প্রশ্নটা উঠছিলই, আর সৌরভের চিঠিতে ভীমরুলের চাকে ঘা পড়াতেই আসরে নামে সিওএ।

English summary
Sourav comes into action to take Duleep trophy back in fixture
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X