For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতার ৭৫ বছর: ধোনি দিলেন বড় চমক, মোদীর আহ্বানে সাড়া দিয়ে কী করলেন সৌরভ-জয়?

  • |
Google Oneindia Bengali News

সোমবার দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। সারা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। ঘরে ঘরে তেরঙা জাতীয় পতাকা টাঙানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলের পথে হাঁটলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ-রা। তারই মধ্যে চমক দিলেন মহেন্দ্র সিং ধোনি।

ধোনির চমক

ধোনির চমক

সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন মহেন্দ্র সিং ধোনি। তবে ক্রিকেটকে আলবিদা জানানোর ঘোষণাটি তিনি করেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। ধোনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ৩৯.১ মিলিয়ন। যদিও ২০২১ সালের ৮ জানুয়ারি নিজের ফার্ম হাউসে কৃষিকাজের ভিডিও পোস্ট করার পর থেকে আজ অবধি সেখানে কোনও পোস্ট করেননি ধোনি। যদিও স্বাধীনতা দিবসের আগে সেই অ্যাকাউন্টটির প্রোফাইল পিকচার পরিবর্তন করলেন ধোনি।

বিশেষ বার্তা

বিশেষ বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান করেছিলেন দেশের সকলকে অগাস্টের ২ থেকে ১৫ তারিখের মধ্যে নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবিতে জাতীয় পতাকার ছবি ব্যবহারের জন্য। ধোনি টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। বিভিন্ন সময় তিনি সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে সময় কাটিয়েছেন। সেনাবাহিনীর পোশাকের রং নিজের ক্রীড়া সরঞ্জামেও ব্যবহার করেছেন। ২০১৯ সালের বিশ্বকাপের পর ধোনি কাশ্মীরের গিয়ে টেরিটোরিয়াল আর্মিতে ১৫ দিন কাটিয়েছিলেন। ধোনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি দিয়েছেন। তাতে লেখা রয়েছে ভারতীয় হতে পেরে আমি ধন্য।

সৌরভের অ্যাকাউন্ট

সৌরভের অ্যাকাউন্ট

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার ও ইনস্টাগ্রাম স্টোরিতেও এখন শোভিত হচ্ছে দেশের জাতীয় পতাকা। বিসিসিআইও কেন্দ্রীয় সরকারের আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের শরিক হয়েছে। আইপিএলের ফাইনালের সমাপ্তি অনুষ্ঠানে দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনেও বিশেষ আয়োজন করা হয়েছিল। এই সময়কালে ভারতের ক্রিকেটের অগ্রগতির ধারা তুলে ধরা হয়েছিল একটি সুন্দর তথ্যচিত্রের মাধ্যমে।

জয় শাহ বদলালেন প্রোফাইল ছবি

জয় শাহ বদলালেন প্রোফাইল ছবি

বিসিসিআই সভাপতি তথা বিগত ৭৫ বছরে দেশের অন্যতম সেরা অধিনায়ক সৌরভের সঙ্গে বোর্ড সচিব জয় শাহ-ও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকার ছবি রেখেছেন। অন্যান্য বোর্ডকর্তারাও সে পথে হাঁটছেন।

আইপিএলের দলগুলি

আইপিএলের দলগুলি

একইভাবে জাতীয় পতাকার ছবি ব্যবহার করা হচ্ছে আইপিএলের দলগুলির প্রোফাইল পিকচারেও। চেন্নাই সুপার কিংসের প্রোফাইল পিকচারে তা দেখা গিয়েছে। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাও দেশের স্বাধীনতা দিবসের ৭৫ বছর উদযাপনে একাধিক কর্মসূচি নিয়েছে।

English summary
BCCI President Sourav Ganguly And Secretary Jay Shah Change Their Profile Picture Of Instagram With A Photo Of Indian Flag. Mahendra Singh Dhoni Does The Same By Saying Blessed To Be A Bharatiya.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X