নতুন দলের সঙ্গে সৌরভের ছবি ভাইরাল, অনুরাগ ঠাকুরকে মহারাজের ধন্যবাদ
বিসিসিআই-র সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার পর তাঁর নতুন দলের সঙ্গে ছবি তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটের জন্য ভালো কাজ করার বার্তা দিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

উল্লেখ্য, বিসিসিআই-র প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রের অর্থ দফতরের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর শিবির ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিল। সোশ্যাল মিডিয়ায় মহারাজের পোস্ট করা ছবিতে সেই অনুরাগ ঠাকুরকেও মধ্যমণি হিসেবে দেখা যাচ্ছে। ছবির ওপরে কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ দিতে ভোলেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবিতে রয়েছেন বিসিসিআই-র ভাবি সচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র পুত্র জয় শাহ, কোষাধক্ষ্য অরুণ সিং ধুমলও।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">The new team at. <a href="https://twitter.com/BCCI?ref_src=twsrc%5Etfw">@bcci</a> .. hopefully we can work well .. anurag thakur thank you for seeing this through <a href="https://twitter.com/ianuragthakur?ref_src=twsrc%5Etfw">@ianuragthakur</a> <a href="https://t.co/xvZyiczcGq">pic.twitter.com/xvZyiczcGq</a></p>— Sourav Ganguly (@SGanguly99) <a href="https://twitter.com/SGanguly99/status/1183817968053936130?ref_src=twsrc%5Etfw">October 14, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কোনও অঘটন না ঘটলে ২৩ অক্টোবর বিসিসিআই-র নতুন সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামই ঘোষণা করা হবে। কারণ ওই পদের জন্য মহারাজের বিরোধী শিবিরের তরফ থেকে কোনও মনোনয়ন জমা দেওয়া হয়নি বলেই জানানো হয়েছে। অর্থাৎ ভারতের ইতিহাসে দ্বিতীয় প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় দলের অধিনায়ক হিসেবে ৬৫ বছর পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।