For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন কী টেস্টের ব্যাটিং-এ সচিনের মাথায় আক্রম, বোলিং-এ ওয়ার্নের আগে জয়সূর্য

ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি, ওয়ান ডে এবং টেস্টে কার্যত ধুয়েমুছে সাফ করে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে জমে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে জমে উঠেছে অ্যাসেজ টেস

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি, ওয়ান ডে এবং টেস্টে কার্যত ধুয়েমুছে সাফ করে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে জমে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে জমে উঠেছে অ্যাসেজ টেস্ট সিরিজ। তার মধ্যে দেখে নেওয়া যাক ক্রিকেটের কয়েকটি আকর্ষণীয় ও অদ্ভুত তথ্য।

ওয়ান ডে-তে একমাত্র বোলার সচিন

ওয়ান ডে-তে একমাত্র বোলার সচিন

টি-টোয়েন্টির যুগে শেষের দিকের প্রতি ওভারে কমপক্ষে ১০ রান দিয়েই থাকেন বোলাররা। ওয়ান ডে-তেও শেষের কয়েকটি ওভারে ১০ কিংবা ১২-র নিচে রান দেন না বোলাররা। সে সবের মধ্যে সবচেয়ে আলাদা কিন্তু মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরই। দুটি ওয়ান ডে ম্যাচের শেষ ওভারে ছয় ও তারও কম রান দেওয়ার রেকর্ড একমাত্র রয়েছে এই লেজেন্ডেরই। ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিখ্যাত হিরো কাপের সেমিফাইনাল ও ১৯৯৬ সালের টাইটান কাপের শেষ ওভার এর মধ্যে অন্তর্ভূক্ত।

 শেন ওয়ার্নের থেকে এগিয়ে সনৎ জয়সূর্য

শেন ওয়ার্নের থেকে এগিয়ে সনৎ জয়সূর্য

ওয়ান ডে-তে উইকেট শিকারের নিরিখে অস্ট্রেলিয়ান লেজেন্ড শেন ওয়ার্নের থেকে এগিয়ে আছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য। ধামাকাদার ব্যাটিং-র পাশাপাশি ৫০ ওভারের ক্রিকেটে ৩২৩টি উইকেটও নিয়েছেন সনৎ। এর থেকে ওয়ান ডে-তে ৩০টি উইকেট কম পেয়েছেন শেন ওয়ার্ন।

সচিন-কালিসের থেকে এগিয়ে আক্রম

সচিন-কালিসের থেকে এগিয়ে আক্রম

টেস্ট ক্রিকেটে ছয়টি দ্বিশতরান রয়েছে যথাক্রমে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও প্রাক্তন অজি লেজেন্ড রিকি পন্টিং-র। কেরিয়ারে দুটি দ্বিশতরান রয়েছে দক্ষিণ আফ্রিকান অল রাউন্ডার জ্যাক কালিসেরও। কিন্তু তাঁরা কেউই এক ইনিংসে ব্যক্তিগত ৩০০ রানের স্কোর ছুঁতে পারেননি। এমনকী আড়াইশো রানেই পৌঁছতে পারেননি সচিন ও কালিস। সর্বোচ্চ ২৫৭ রানে পৌঁছতে সক্ষম হন রিকি পন্টিং। টেস্টের এক ইনিংসে পন্টিং-র সম সংখ্যক রান করে সচিন তেন্ডুলকর ও জ্যাক কালিসকে পিছনে ফেলে দিয়েছেন পাক লেজেন্ড তথা সুইং-র সুলতান ওয়াসিম আক্রম। ওই ইনিংসে অপরাজিতও ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

 ম্যান অফ দ্য ম্যাচ গ্রাউন্ডসম্যান

ম্যান অফ দ্য ম্যাচ গ্রাউন্ডসম্যান

ক্রিকেটের ইতিহাসে এক বারই গ্রাউন্ডসম্যান ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছিল। ২০০০ সালে ওয়ান্ডেরার্স স্টেডয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের গ্রাউন্ডসম্যান ক্রিস স্কটকে সে ম্যাচে এই পুরস্কার দেওয়া হয়েছিল।

 ওয়ার্নের থেকে এগিয়ে বোলার সচিন

ওয়ার্নের থেকে এগিয়ে বোলার সচিন

নিজের টেস্ট কেরিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান লেজেন্ড শেন ওয়ার্ন। সেই তিনিই ওয়ান ডে বোলিংয়ে ব্যাটিং মাস্টার সচিন তেন্ডুলকরের থেকে পিছিয়ে। ওয়ান ডে-তে দুবার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ভারতীয় লেজেন্ড। সেখানে ওয়ান ডে-তে একবারই পাঁচ উইকেট ঝুলিতে রেখেছেন ওয়ার্ন।

English summary
Some Strange facts in the history of cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X