অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে ভারতীয় ব্যাটসম্যানের কিছু নজরকাড়া ও গুরুত্বপূর্ণ রেকর্ড
২৭ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। দুই দিন পর একই মাঠে দুই দলের মধ্যে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে। দোসরা ডিসেম্বর মানুকা ওভালে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তার আগে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড।

সবচেয়ে বেশি রান
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে ভারতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি রান করেছেন সচিন তেন্ডুলকর।১৯৯১ থেকে ২০১২ পর্যন্ত অজিদের বিরুদ্ধে ৭১টি ম্যাচ খেলে ৩০৭৭ রান করেছেন মাস্টার ব্লাস্টার।

এক ম্যাচ সর্বাধিক স্কোর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জার্সিতে এক ম্যাচে সবচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা। ২০১৩ সালে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৫৮ বলে ২০৯ রানের ইনিংস খেলেছিলেন হিটম্যান। ১৬টি ছক্কা ও ১২টি চার এসেছিল তাঁর ব্যাট থেকে।

সবচেয়ে বেশি শতরান
ভারতীয় দলের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান এসেছে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ব্যাট থেকে। অজিদের বিরুদ্ধে ৯টি শতরান করেছেন লিটল মাস্টার।

সর্বাধিক ছক্কা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে জার্সিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। মিচেল স্টার্কদের বিরুদ্ধে ওয়ান ডে-তে ৭৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন হিটম্যান।