For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলের শেষ টেস্ট সিরিজের কিছু নজরকাড়া তথ্য

মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলের শেষ টেস্ট সিরিজের কিছু নজরকাড়া তথ্য

  • |
Google Oneindia Bengali News

ডেভিড ওয়ার্নার, স্মিভ স্মিথদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সম্মুখ সমরে নামার অপেক্ষায় দিন গুনছে দুই দল। ২৭ নভেম্বর ওয়ান ডে সিরিজ দিয়ে অজিদের বিরুদ্ধে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। ১৭ ডিসেম্বর দুই দলের মধ্যে টেস্ট সিরিজ শুরু হবে। তার আগে দুই দলের মুথোমুখি সাক্ষাতে গত টেস্ট সিরিজের পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

সবচেয়ে বেশি রান

সবচেয়ে বেশি রান

২০১৮-২০১৯ মরশুমের বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৫২১ রান করেছিলেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল ২৮২ রান। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৫৮ রান করেছিলেন মার্কাস হ্যারিস।

সবচেয়ে বেশি উইকেট

সবচেয়ে বেশি উইকেট

গত বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজে ভারতীয় দলের জার্সিতে সর্বাধিক ২১ উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। ১৬ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে স্পিনার নাথান লায়নও ২১টি উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্টে ভারতীয় বোলাররা মোট ৭০ উইকেট নিয়েছিল। অস্ট্রেলিয়ার বোলাররা নিয়েছিলেন ৬০ উইকেট।

সর্বাধিক শতরান

সর্বাধিক শতরান

ভারতীয় দলের হয়ে ২০১৮-১৯ মরশুমের বর্ডার-গাভাসকর ট্রফিতে তিনটি শতরান করেছিলেন চেতেশ্বর পূজারা। দুই দলের মধ্যে সেটাই ছিল সর্বোচ্চ সংখ্যা।

এক ইনিংসে সবচেয়ে বেশি রান

এক ইনিংসে সবচেয়ে বেশি রান

গত টেস্ট সিরিজে দুই দলের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি রান ছিল টিম ইন্ডিয়ার ঝুলিতে। সিডনিতে ৭ উইকেট হারিয়ে ৬২২ রান তুলেছিলেন বিরাট কোহলিরা। মেলবোর্নে ৭ উইকেট হারিয়ে ৪৪৩ রান তুলেছিল ভারত।

সেরা বোলিং

সেরা বোলিং

২০১৮-১৯ সালের বর্ডার-গাভাসকর ট্রফির এক ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ২৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন প্যাট কামিন্স। ভারতের হয়ে এক ইনিংসে ৩৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ।

English summary
Some important stats of India vs Australia test series from 2018-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X