For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০৭-এর ছায়া, যুবরাজের চার ছক্কায় আমোদিত সোশ্যাল মিডিয়া, আপ্লুত প্রাক্তনীরা

যুবরাজের চার ছক্কায় আমোদিত সোশ্যাল মিডিয়া, আপ্লুত ক্রিকেট মহল

  • |
Google Oneindia Bengali News

আংশিক মাত্রায় ফিরে এল ২০০৭ সালের স্মৃতি। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অল রাউন্ডার। তাতে যে কোনও ফ্লুক ছিল না, তার কিছুটা প্রমাণ পাওয়া গেল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে। লেজেন্ডদের লড়াইয়ে আরও একবার গর্জে উঠল যুবরাজের ব্যাট। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ওভারে চার ছক্কা হাঁকিয়ে যুবি প্রমাণ করলেন যে বাঘ বাঘই হয়। যে ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেন থেকে প্রাক্তন ক্রিকেটাররা।

২০০৭-এর ছায়া, যুবরাজের চার ছক্কায় আমোদিত সোশ্যাল মিডিয়া, আপ্লুত প্রাক্তনীরা

রোড সেফটি সিরিজের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডদের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে মেন ইন ব্লু। বিধ্বংসী বীরেন্দ্র শেহওয়াগ এদিন ব্যর্থ হলেও জ্বলে ওঠে সচিন তেন্ডুলকরের ব্যাট। ৩৭ বলে ৬০ রান করেন কিংবদন্তি। ৯টি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। এ পর্যন্ত কাহানি ছকে বাঁধা থাকলেও মুহুর্তে টুইস্ট আসে যুবরাজ সিং ব্যাট করতে নামলে।

ক্রিকেট ছাড়লেও বাইশ গজ যে তাঁর কত কাছের, তা আরও একবার প্রমাণ করলেন যুবরাজ সিং। ২২ বলে ৫২ রানের ইনিংসে মাঠ জুড়ে তান্ডব দেখলেন দর্শকরা। দুটি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলরদের নিয়ে ছেলেখেলা করলেন যুবি। এক ওভারেই মারলেন চারটি ছক্কা। বদ্রীনাথের (৪২) যোগ্য সহায়তায় ২০ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ২০৪-এ গিয়ে পৌঁছয়। জবাবে ১৪৮ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তনীরা। ৩ উইকেট নেন ইউসুফ পাঠান। ২ উইকেট নেন যুবরাজ সিং।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে যুবরাজ সিংয়ের ব্যাটিং পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। যুবিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেট দুনিয়া। ভারতের প্রাক্তন অল রাউন্ডারের প্রশংসায় সরব হয়েছেন কেভিন পিটারসেনের মতো প্রাক্তন ক্রিকেটাররা।

English summary
Social media reacts after Yuvraj Singh hits 4 sixes in one over
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X