For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোর্ডের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা সর্বসমক্ষে কেন, ঋদ্ধির আচরণে রুষ্ঠ সিএবি সচিব

বোর্ডের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা সর্বসমক্ষে কেন, ঋদ্ধির আচরণে রুষ্ঠ সিএবি সচিব

Google Oneindia Bengali News

বিসিসিআই বা নির্বাচকদের সঙ্গে হওয়া অভ্যন্তরীন কথাবার্তা প্রকাশ করা ঠিক হয়নি ঋদ্ধিমানের এমনটাই জানালেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা মনে করেন, বাংলা দল থেকে নিজেকে সরিয়ে না নিয়ে রঞ্জি ট্রফিতে খেলতে পারতেন ঋদ্ধিমান।

বোর্ডের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা সর্বসমক্ষে কেন, ঋদ্ধির আচরণে রুষ্ঠ সিএবি সচিব

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্নেহাশিস বলেছেন, "ওর (সাহার) সঙ্গে বিসিসিআই বা প্রধান নির্বাচকের যাই কথা হয়ে থাকুক না কেন তা গোপনীয়। এটা কখনওই জন সমক্ষে নিয়ে আসা উচিৎ হয়নি। পাশাপাশি ও রঞ্জি ট্রফিতে খেলতে পারতো। ব্যক্তিগত কারণ দেখিয়ে ও সরে দাঁড়িয়েছে এবং আমাদের ওর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হত। ওর জন্য দরজা সব সময়েই খোলা, যে কোনও সময়ে ও দলের সঙ্গে যোগ দিতে পারে। এটা সম্পূর্ণই আমার নিজস্ব মতামত।"

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ যাওয়ার পুর ঋদ্ধি এক প্রথমসারির সংবাদমাধ্যমকে বলেছেন, "নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে ৬১ রানের ইনিংস খেলার পর দাদি (সৌরভ গঙ্গোপাধ্যায়) আমায় হোয়াটসঅ্যাপ করে বলেছিলেন 'যত দিন আমি এখানে আছি (বিসিসিআই-এর সর্বোচ্চ পদে) তুমি দলে থাকবে।' বিসিসিআই সভাপতির থেকে এই ধরনের বার্তা দারুন ভাবে উজ্জীবিত করে। আমার বুঝতে সব থেকে বেশি সমস্যা হচ্ছে যে কী ভাবে এত দ্রুত সব কিছু বদলে যেতে পারে!"

চেতন শর্মার সঙ্গে কী আলোচনা হয়েছে সেই প্রসঙ্গে পাপালি বলেছেন, "আজকে চেতন শর্মা যেটা বলেছেন সাংবাদিক সম্মেলনে সেটা আমায় বলা কথাগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। তিনি আমায় ফোন করে জিজ্ঞাসা করেন আমি রঞ্জি ট্রফি খেলছি কি না! এটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ঘটনা। আমি জানাই এখনও সেই বিষয়ে সিদ্ধান্ত নিইনি। উনি বলেন, 'ওকে।' তার পর জানান তিনি আমায় কিছু বার্তা দিতে চান। দীর্ঘ সময়ের কথা ভেবে নির্বাচকমণ্ডলী নতুন মুখ তুলে আনার চিন্তা ভাবনা করছে। তিনি জানিয়ে দেন শ্রীলঙ্কা সিরিজে আমায় দলে রাখা হবে না।"

ঘরের মাঠে গত বছর ঋদ্ধিমান না থাকলেও নিউজিল্যান্ডানের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্ট বাঁচাতে পারত না ভারত। কাঁধে চোট নিয়েও ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে হারের মমু থেকে দলকে রক্ষা করেছিলেন বাংলার এই তারকা উইকেটরক্ষক। ভারতের জার্সিতে ৪০টি ১৩৫৩ রান রয়েছে ঋদ্ধিমানের ঝুলিতে। তিনটি শতরান এবং ছয়টি অর্ধ শতরান করেছেন তিনি।

English summary
CAB secretary Snehasish Ganguly, secretary of Cricket Association of Bengal (CAB) feels Wriddiman Saha should not have gone public with whatever been communicate with him and the BCCI/Selectors. He also said Wriddhi could have played the Ranji Trophy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X