For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিগ ব্যাশে স্মৃতি-দীপ্তি! গতবারের চ্যাম্পিয়ন সিডনি থান্ডারে সই ভারতের দুই তারকার

  • |
Google Oneindia Bengali News

মহিলাদের বিগ ব্যাশ লিগে গতবারের চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের হয়ে এবার খেলতে দেখা যাবে ভারতীয় দলের দুই তারকাকে। ব্যাটার স্মৃতি মান্ধানা ও অলরাউন্ডার দীপ্তি শর্মাকে সই করানোর কথা আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সিডনি থান্ডার। জানা গিয়েছে, ভারতের আরেক ওপেনার শেফালি ভার্মা সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন। রাধা যাদবকেও দেখা যাবে এবারের বিগ ব্যাশ লিগে।

বিগ ব্যাশে সিডনি থান্ডারে স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা

এই নিয়ে তৃতীয়বার মহিলাদের বিগ ব্যাশে খেলবেন মান্ধানা। এর আগে ব্রিসবেন হিটস ও হোবার্ট হারিকেন্সের হয়ে তাঁকে খেলতে দেখা গিয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি ২০ লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও বিগ ব্যাশে এবারই প্রথম খেলবেন বাংলা দলের হয়ে খেলা ভারতীয় মহিলা দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার দীপ্তি শর্মা। দ্য হান্ড্রেডে দীপ্তি লন্ডন স্পিরিটের হয়ে খেলে ১০টি উইকেট পেয়েছিলেন, ইকনমি ছিল ৫.২৬। ২০১৯ সালে ইংল্যান্ডে কিয়া সুপার লিগে মান্ধানা চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন স্টর্মের হয়ে খেলেছিলেন। কিয়া সুপার লিগ বন্ধ করেই এবার দ্য হান্ড্রেড চালু হয়েছে। মান্ধানা সাদার্ন ব্রেভ দলে ছিলেন। ইংল্যান্ডের হিদার নাইট ও ট্যামি বিউমন্টের পরিবর্ত হিসেবেই মান্ধানা ও দীপ্তিকে দলে নিয়েছে সিডনি থান্ডার।

বিগ ব্যাশে সিডনি থান্ডারে স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা

অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ৮৬ রানের ইনিংস খেলা স্মৃতি মান্ধানা তৃতীয়বার বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়ে খুশি। তিনি বলেন, বিদেশের টি ২০ লিগে খেললে আত্মবিশ্বাসও বাড়ে। বিশ্বের বিভিন্ন ক্রিকেটারা এই ধরনের লিগে থাকায় একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পাওয়া যায়। অনেক কিছু শেখা যায়। তাই আমি কোনও চাপ অনুভব করি না শেখার সুযোগ থাকায়। আবার চাপ সামলে খেলার অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটেও অনেক কার্যকরী হয়। দীপ্তি শর্মা বলেন, প্রথমবার মহিলাদের বিগ ব্যাশে খেলার সুযোগ পাচ্ছি। আগেও খেলার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু তখন আমাদের আন্তর্জাতিক সিরিজ থাকায় সম্ভব হয়নি। ভারতীয় মহিলা ক্রিকেটের পক্ষেও এটা বড় বিষয় যে আমরা বিগ ব্যাশে সুযোগ পাচ্ছি। সেই সুযোগের সদ্ব্যবহার করে নিজেদের সেরাটাই দিতে চাই।

বিগ ব্যাশে সিডনি থান্ডারে স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা

দীপ্তিকে তারকা ও ম্যাচ উইনার হিসেবে অভিহিত করে কোচ ট্রেভর গ্রিফিন বলেছেন, দীপ্তির ব্যাটের হাত যেমন ভালো, তেমনই পাওয়ারপ্লেতে তাঁর বোলিং খুব কার্যকরী। অন্যদিকে, স্মৃতিও খুব ভালো ওপেনার। তিনিও ম্যাচে ফারাক গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন। খুব সাধারণভাবে খেলে তিনি যেভাবে রান করতে মুখিয়ে থাকেন তা প্রশংসনীয়।

এই দুই ক্রিকেটারই সিডনি থান্ডারের হয়ে ভালো খেলবেন বলে আশাবাদী কোচ। মহিলাদের বিগ ব্যাশ লিগ শুরু হচ্ছে ১৪ অক্টোবর থেকে। এদিকে, সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্য়াচে আজ অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছে। অ্যাশলে গার্ডনার সর্বাধিক ৬৭ রান করেছেন।

ঝুলন গোস্বামী ও পূজা বস্ত্রকার তিনটি করে উইকেট দখল করেছেন। গার্ডনার স্মৃতি মান্ধানাকে ব্যক্তিগত ২২ রানে প্যাভিলিয়নে পাঠিয়েছেন।

English summary
Smriti Mandhana And Deepti Sharma Will Play For Defending Champion Sydney Thunder In Women's Big Bash League. Shafali Verma And Radha Yadav Are Also Set To Play In The WBBL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X