For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসির বিচারে মহিলাদের টি ২০ বর্ষসেরা হওয়ার দৌড়ে স্মৃতি মান্ধানা, একদিনের আন্তর্জাতিকে নেই কোনও ভারতীয়

  • |
Google Oneindia Bengali News

আইসিসির বিচারে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকে বর্ষসেরা হওয়ার দৌড়ে ভারত থেকে ঠাঁই পেলেন মাত্র ২ জন। টেস্টে বর্ষসেরা হওয়ার দৌড়ে রবিচন্দ্রন অশ্বিনের থাকার কথা জানানো হয়েছিল আগেই। আজ যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে মহিলাদের টি ২০ আন্তর্জাতিকে বর্ষসেরার মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন স্মৃতি মান্ধানা। মহিলাদের পর এবার পুরুষদের একদিনের আন্তর্জাতিকেও বর্ষসেরার দৌড়ে নেই কোনও ভারতীয়।

আইসিসির বিচারে মহিলাদের টি ২০ বর্ষসেরা হওয়ার দৌড়ে স্মৃতি মান্ধানা, একদিনের আন্তর্জাতিকে নেই কোনও ভারতীয়

২০২১ সালে দেশের হয়ে ৯টি টি ২০ আন্তর্জাতিকে স্মৃতি মান্ধানা ২৫৫ রান করেছেন। গড় ৩১.৮৭, দুটি অর্ধশতরানও করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে ২৮ বলে ৪৮ রানের ইনিংস খেলে দলের জন্য ভূমিকা রাখেন স্মৃতি। ইংল্যান্ডে টি ২০ সিরিজে ভারত পরাস্ত হলেও মান্ধানাই দলের হয়ে সর্বাধিক রান করেছিলেন সিরিজে, তবে তাঁকে সঙ্গত দেওয়ার কেউ ছিল না। শেষ টি ২০ ম্যাচে স্মৃতি ৫১ বলে ৭০ রান করলেও, জয় পেতে ব্যর্থ হয় ভারত। সিরিজে ১১৯ রান করেছিলেন মান্ধানা। চলতি বছর দ্বিতীয় টি ২০ অর্ধশতরানটি স্মৃতি করেন অস্ট্রেলিয়া সফরে। সিরিজের শেষ ম্যাচে স্মৃতির হাফ সেঞ্চুরি সত্ত্বেও ভারত ম্যাচে হেরে গিয়েছিল ১৪ রানে।

দলের ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে স্মৃতির ইংল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানের ইনিংসটিই সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। স্মৃতির সঙ্গেই বর্ষসেরা হওয়ার দৌড়ে রয়েছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট (৯টি টি ২০ আন্তর্জাতিকে ৩০৩ রান), আয়ারল্যান্ডের গ্যাবি লুইস (১০টি টি ২০ আন্তর্জাতিকে ৩২৫ রান) ও ইংল্যান্ডের ন্যাট সিভার (৯ ম্যাচে ১৫৩ রান ও ১০ উইকেট)।

পুরুষদের ক্রিকেটে একদিনের আন্তর্জাতিকে বর্ষসেরাদের তালিকাতেও নেই কোনও ভারতীয়র নাম। টেস্টে একমাত্র রবিচন্দ্রন অশ্বিন থাকলেও সাদা বলের ক্রিকেটে মেন ইন ব্লু-র কারও না থাকা নিঃসন্দেহে বড় ধাক্কা। একদিনের আন্তর্জাতিকে বর্ষসেরার মনোনয়ন যাঁরা পেয়েছেন তাঁদের মধ্যে এশিয়ার দুজন। বিশ্বের ১ নম্বর ব্যাটার পাকিস্তানের বাবর আজম রয়েছেন। বাবর চলতি বছর দুটি শতরান-সহ ৬টি একদিনের আন্তর্জাতিকে ৪০৫ রান করেছেন, গড় ৬৭.৫০। দৌড়ে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। শাকিব ৯টি একদিনের আন্তর্জাতিকে ২৭৭ রান করেছেন, দুটি অর্ধশতরান রয়েছে। এ ছাড়াও পেয়েছেন ১৭টি উইকেট। ২০২১ সালে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রানের মালিক আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের নাম রয়েছে তালিকায়। তিনি ১৪ ম্যাচে ৭০৫ রান করেছেন, তিনটি শতরান ও দুটি অর্ধশতরান-সহ। দৌড়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যানম্যান মালান (৮ ম্যাচে ২টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি-সহ ৫০৯ রান)।

English summary
Smriti Mandhana Among The Nominees For ICC Women's T20 Cricketer Of The Year Awards. No Indians In The List Of Nominees For 2021 ICC Men's ODI Player Of The Year Awards.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X